Bank Jobs: স্টেট ব্যাঙ্কে ১৪৩৮টি পদে নিয়োগ,এই প্রার্থীরা আবেদন করতে পারবেন
SBI Recruitment 2022: ব্যাঙ্কের চাকরি খুঁজলে SBI নিয়ে এসেছে দারুণ সুযোগ। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে কোম্পানি। এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট ১৪৩৮টি পদ পূরণ করা হবে।
SBI Recruitment 2022: ব্যাঙ্কের চাকরি খুঁজলে SBI নিয়ে এসেছে দারুণ সুযোগ। অবসরপ্রাপ্ত কর্মকর্তার জন্য চাকরির সুযোগ দিচ্ছে কোম্পানি। এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট ১৪৩৮টি পদ পূরণ করা হবে। যে সকল প্রার্থীদের এই পদগুলিতে আবেদন করার যোগ্যতা ও আগ্রহ আছে তাদের শেষ তারিখের আগে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার ঠিকানা হল – sbi.co.in।
Bank Jobs: গুরুত্বপূর্ণ তারিখ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এই পদগুলিতে আবেদন করার শেষ তারিখ ১০ জানুয়ারি রাখা হয়েছে। SBI-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী, SBI-এর পূর্ববর্তী সহযোগী ব্যাঙ্ক কর্মচারীরা এই শূন্যপদগুলির জন্য আবেদন করার যোগ্য৷
SBI Recruitment 2022: এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানুন
এসবিআই-এর এই পোস্টগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে বা আবেদন করতে আপনি উভয় কাজের জন্য ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। এই কাজ করার জন্য, SBI-এর অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানা হল – sbi.co.in/careers।
Bank Jobs: যোগ্যতা কী লাগবে ?
এসবিআই-এর অবসরপ্রাপ্ত অফিসাররা এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারেন, তাই তাঁদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। প্রার্থীর এই ক্ষেত্রে অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট এলাকায় কাজ করার যোগ্যতা থাকতে হবে। পদ অনুযায়ী প্রার্থীর মধ্যে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতাও থাকতে হবে। বয়সসীমা সম্পর্কে বললে ৬০ বছর বয়সে ব্যাঙ্ক থেকে অবসর নেওয়া কর্মচারীরা আবেদন করতে পারবেন।
SBI Recruitment 2022: নির্বাচন কীভাবে হবে
এই পদগুলিতে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের কোনও পরীক্ষা দিতে হবে না। প্রথমে তাদের বাছাই করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার নেবে কর্তৃপক্ষ। এই পরীক্ষা হবে ১০০নম্বরের। এর পাসিং মার্ক ব্যাঙ্ক নির্ধারণ করবে। এরপর প্রার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে। একাধিক প্রার্থীর একই নম্বর থাকলে কমবয়সী প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে।
Bank Jobs: বেতন কত হবে ?
বাছাই পর্ব শেষ হলে প্রার্থীরা পদ অনুযায়ী বেতন পাবেন। ক্লার্ক পদের জন্য বেতন রাখা হয়েছে ২৫,০০০ টাকা, JMGS – I-এর জন্য ৩৫,০০০ ও MMGS – II ও MMGS – III এর জন্য ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে৷ বিস্তারিত জানতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে।
আরও পড়ুন : Financial Rules Change: রান্নার গ্যাস থেকে গাড়ির দাম ! ১ জানুয়ারি অনেক আর্থিক নিয়মে বদল