(Source: ECI/ABP News/ABP Majha)
Belagaam Ghoda without Mai Baap: 'সোশাল মিডিয়া বেলাগাম ঘোড়া হয়ে উঠছে, নিয়ন্ত্রণ করুন', বিজেপি IT সেল-কে আর্জি যোগীর
আদিত্যনাথ দলীয় কর্মীদের সতর্ক করে জানিয়ে দেন এই বিষয়ে অবগত না হলে যে কোনও সময় মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে পারেন অনেকেই।
নিউ দিল্লি: শুক্রবার সোশাল মিডিয়ার কাজকর্ম নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন যে যত দিন যাচ্ছে সোশাল মিডিয়া ক্রমশ 'বেলাগাম ঘোড়া' হয়ে উঠছে। বিজেপির আইটি এবং সোশাল মিডিয়া সেলের কাছে এই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য আর্জিও জানিয়েছেন যোগী। দলের কর্মী এবং পদাধিকারিদের "প্রশিক্ষণ এবং প্রস্তুতি" নেওয়ার উল্লেখ করেছেন তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সোশাল মিডিয়াকে হাতিয়ার করতে পারে বিরোধীরা এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। আদিত্যনাথ দলীয় কর্মীদের সতর্ক করে জানিয়ে দেন এই বিষয়ে অবগত না হলে যে কোনও সময় মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে পারেন অনেকেই। সাম্প্রতিক বেশ কিছু স্টাডি প্রকাশ্যে এনে যোগীর দাবি অন্যান্য দেশেও সোশাল মিডিয়া ট্রায়াল চলছে। যাদের সঙ্গে সে রাজ্যের কোনও যোগ নেই, তারাই এই কাজ করছে বলে খবর।
এ প্রসঙ্গে তিনি পেগাসাস স্পাইওয়্যার বিতর্কের কথা উল্লেখ করেছেন। সেই সময় অবধি অপেক্ষা না করে তা মোকাবিলার কথা জানিয়েছেন তিনি। যোগীর কথায়, ভারতে মিডিয়া প্রেক্ষাপট অনেকটাই বদলে গিয়েছে। প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়ার পাশাপাশি সোশাল মিডিয়াও একচ্ছত্র অধিকার ফলাচ্ছে। যোগীর কথায়, "প্রিন্ট এবং ভিজ্যুয়াল মিডিয়া তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে। তবে সোশ্যাল মিডিয়ার ওপর কারো নিয়ন্ত্রণ নেই। যদি সতর্ক না হন এবং প্রস্তুত না হন, তাহলে আপনি মিডিয়া ট্রায়ালের বিষয় হয়ে উঠবেন।"
আর এই কারণে দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রস্তুত করা গুরুত্বপূর্ণ এমন স্ট্র্যাটেজিই নিতে চলেছেন যোগী। উত্তরপ্রদেশের একটি স্থানীয় ঘটনাকে কেন্দ্র করে অন্য দেশের মানুষরা, যাঁদের সঙ্গে এই রাজ্যের কোনও সম্পর্ক নেই তাঁরাও মিডিয়া ট্রায়াল বসিয়েছিলেন। এই ধরনের প্রবণতাকে তীব্র আক্রমণ করে সতর্ক থাকার বার্তা দিয়েছেন যোগী। দলীয় কর্মীদেরও তিনি সতর্ক করেছেন সোশ্যাল মিডিয়ার ফাঁদে পা না দিতে। সোশাল মিডিয়া নিয়ন্ত্রণের পাশাপাশি একে ব্যবহার করে সদর্থক কাজের কথা জানান যোগী।