Punjab Polls 2022: পাঞ্জাবে চমক কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলেন ভগবন্তকে
AAP, Punjab CM Face: পাঞ্জাবের সাঙ্গরুর থেকে দু’বার সাংসদ নির্বাচিত হয়েছেন ভগবন্ত। লোকসভায় আপের একমাত্র সাংসদ তিনি।
মোহালী: প্রতিশ্রুতি মতোই পাঞ্জাবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেখানে ভগবন্ত সিংহ মানকে (Bhagwant Singh Mann) সামনে রেখে নির্বাচনে লড়বে আম আদমি পার্টি (Aam Admi Party/AAP)। মঙ্গলবার টেলিভোটে বৈঠক চলাকালীন ভগবন্তকে পাশে বসিয়েই এমন ঘোষণা করলেন কেজরিওয়াল।
এ দিন টেলিভোটের মাধ্যমে পাঞ্জাববাসীর কাছে পছন্দের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানতে চান কেজরিওয়াল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের পছন্দ জানান সাধারণ মানুষ। তাতে ভগবন্ত ৯৩ শতাংশ ভোট পেয়েছেন বলে জানান কেজরিওয়াল। তাই তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেন তিনি।
পাঞ্জাবে কংগ্রেস, বিজেপি-কে হারিয়ে আপই জয়ী হবে বলে আত্মবিশ্বাসী কেজরিওয়াল। তিনি বলেন, ‘‘এতেই স্পষ্ট যে, আপই নির্বাচনে জয়ী হতে চলেছে। যাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা করলাম আমরা, তিনিই পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন।’’
আরও পড়ুন: Punjab Polls 2022: পাঞ্জাবে চমক কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলেন ভগবন্তকে
পাঞ্জাবের সাঙ্গরুর থেকে দু’বারের সাংসদ ভগবন্ত। লোকসভায় আপের একমাত্র সাংসদ তিনি। একাধিকবার তাঁকে ‘ছোট ভাই’ হিসেবে সম্বোধন করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে। কৌতুকাভিনেতা থেকে রাজনীতিতে পদার্পণকারী ভগবন্ত যদিও প্রথম থেকেই আপের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে ছিলেন বলে দলীয় সূত্রে খবর। এমনকি জনগণের ভোটের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক হওয়া উচিত বলে প্রথমে ভগবন্তই দাবি তুলেছিলেন।
এর আগে, ২০১৭ সালে জালালাবাদে সুখবীর সিং বাদল এবং রবনীত সিংহ বিট্টুর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন ভগবন্ত। মদ্যপানের অভ্যাস নিয়ে সেই সময় বিতর্ক বাঁধান তিনি। তার জেরে প্রকাশ্য সভায় মদ ছোঁবেন না বলে প্রতিজ্ঞাও নিতে হয় তাঁকে। বেফাঁস মন্তব্য করেও তিনি বিতর্কে জড়িয়েছেন একাধিকবার। সংসদের নিরাপত্তা বলয় নিয়ে ভিডিয়ো পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন ভগবন্ত।
তবে ভগবন্তকে প্রার্থী করে বিরোধীদের চমক দিলেন কেজরিওয়াল। কারণ দিল্লিতে প্রশাসনিক ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নরের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায়, কেজরিওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন বলে এত দিন দাবি করছিল শিরোমণি অকালি দল (SAD)। তাই পাঞ্জাবের ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী করেই তাদের জবাব দিলেন কেজরিওয়াল। একই সঙ্গে সব দলের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে সফল হলেন তিনি।
সপ্তাহখানেকের জন্য পাঞ্জাবে নির্বাচন পিছিয়ে গিয়েছে। ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি সেখানে ভোটগ্রহণ। এখনও পর্যন্ত কংগ্রেস, বিজেপি, সাড, কেউই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি। এ দিন টেলিভোট চলাকালীন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ৩ শতাংশ মানুষ নভজ্য়োত সিংহ সিধুকে (Navjot Singh Sidhu) সুপারিশ করেন বলে জানিয়েছেন কেজরিওয়াল। তবে কংগ্রেসের সিধুকে নিয়ে ধন্দ রয়েছে। বরং চরণজিৎ সিংহ চান্নিকেই (Charanjit Singh Channi) সামনে রেখে কংগ্রেসে (Congress) ভোটের ময়দানে নামতে পারে বলে জল্পনা।