পাঁউরুটি ১৩০ টাকা, পেট্রোল ২৫৪ টাকা প্রতি লিটার ! মূল্যস্ফীতি আকাশ ছুঁল প্রতিবেশী দেশে
inflation at rocket high in Sri Lanka : প্রায় দেউলিয়া হওয়ার পথে সে-দেশ। শুধু বিলাসবহুল পণ্য নয়, সাধারণ মানুষের ব্যবহার্য জিনিসপত্রের দামই আকাশ ছুঁয়েছে।
নয়াদিল্লি : সারা বিশ্বে মূল্যবৃদ্ধির হারে নাজেহাল জনসাধারণ। হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Inflation at New High) । বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। আগামী দিনে জ্বালানীর দাম ও ভোজ্য তেলের দামে বিশেষ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন মানুষ। এরই মধ্যে ভারতের প্রতিবেশি দেশে নিত্য প্রয়োজনীয় জিনিয়ের দামই এমন জায়গায় গিে পৌঁছেছে যে, গলা শুকিয়ে কাঠ দেশবাসীর।
প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার (Sri Lanka) জনগণের পক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাই দুষ্কর হয়ে পড়েছে। চিনসহ অনেক দেশের ভারী ঋণের বোঝার তলায় চাপা পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। প্রায় দেউলিয়া হওয়ার পথে সে-দেশ। শুধু বিলাসবহুল পণ্য নয়, সাধারণ মানুষের ব্যবহার্য জিনিসপত্রের দামই আকাশ ছুঁয়েছে।
ব্রেড ও আটার দাম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। শুক্রবার, অল সিলন বেকারি ওনার্স অ্যাসোসিয়েশন একটি রুটির প্যাকেট অর্থাৎ পাঁউরুটির (bread) দাম দাম ৩০ LKR বাড়িয়েছে এবং এখন একটি পাঁউরুটির প্যাকেটের দাম ১১০ থেকে ১৩০ দাঁড়িয়েছে শ্রীলঙ্কার মুদ্রা অনুসারে। এক কেজি গমের আটার দাম ৩৫ টাকা বাড়িয়েছে।
লঙ্কা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বৃহস্পতিবার মধ্যরাতে ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটারে ৭৫ LKR এবং পেট্রোলের দাম ৫০ LKR বাড়িয়েছে। থ্রি হুইলার এবং বাস মালিক সমিতি জরুরি ভিত্তিতে জ্বালানি ভর্তুকি দাবি করেছে। নইলে লঙ্কা ইন্ডিয়া অয়েল কর্পোরেশন দ্বারা জ্বালানির দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া মারাত্মকভাবে বৃদ্ধি পাবে।
চিনের ঋণের জালে আটকে থাকা শ্রীলঙ্কার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দেশে খাদ্য সংকট এতটাই গভীর হয়েছে যে মানুষের পেট ভরানোও কঠিন হয়ে পড়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং মুদ্রাস্ফীতির প্রভাব জনসাধারণের জীবন দুর্বিপাকে ফেলেছে। শ্রীলঙ্কার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারলাইনস টিকিটের দাম ২৭ শতাংশ বাড়ানো হয়েছে।