Kangana Ranaut : পদ্মশ্রী ফিরিয়ে নিয়ে গ্রেফতার করা হোক কঙ্গনাকে, দাবি নবাবের
Centre must withdraw Kangana Ranaut's Padma Shri : ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই দাবি জানানোর পাশাপাশি এখনই অভিনেত্রীকে গ্রেফতার করা হোক বলে মন্তব্য করেছেন নবাব।
![Kangana Ranaut : পদ্মশ্রী ফিরিয়ে নিয়ে গ্রেফতার করা হোক কঙ্গনাকে, দাবি নবাবের Centre must withdraw Kangana Ranaut's Padma Shri and arrest her: Nawab Malik Kangana Ranaut : পদ্মশ্রী ফিরিয়ে নিয়ে গ্রেফতার করা হোক কঙ্গনাকে, দাবি নবাবের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/12/09806dc83c2a200b7b454ea3d12c2c19_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক। কেন্দ্রের কাছে এই দাবি জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা নবাব মালিক। ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই দাবি জানানোর পাশাপাশি এখনই অভিনেত্রীকে গ্রেফতার করা হোক বলে মন্তব্য করেছেন নবাব।
কী বলেছিলেন কঙ্গনা ?
সম্প্রতি কঙ্গনা এক সাক্ষাৎকারে স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, স্বাধীনতা যদি ভিক্ষে করে পাওয়া যায়, তাহলে তা কী করে স্বাধীনতা হতে পারে ? যে স্বাধীনতা পাওয়া গিয়েছিল, তা ছিল ভিক্ষে। প্রকৃত স্বাধীনতা পাওয়া গিয়েছে ২০১৪-তে। কঙ্গনার ওই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।
তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বরুণ গাঁধী ট্যুইট করেন, ‘কখনও মহাত্মা গাঁধীর ত্যাগ ও তপস্যার অপমান, কখনও তাঁর হত্যাকারীর প্রতি শ্রদ্ধা, আর এখন মঙ্গল পান্ডে থেকে শুরু করে রানি লক্ষ্মীবাই, ভগৎ সিংহ, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে চূড়ান্ত অবজ্ঞা। এই চিন্তাভাবনাকে পাগলামি, না দেশদ্রোহ বলা যায়?’
এবার সরব বলেন নবাব মালিকও। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "কঙ্গনা রানাওয়াতের মন্তব্যের আমরা তীব্র নিন্দা করি। উনি স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। কঙ্গনার থেকে পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া উচিত কেন্দ্রের। ওঁকে গ্রেফতার করা উচিত। মনে হচ্ছে, এই ধরনের মন্তব্য করার আগে কঙ্গনা মালানা ক্রিমের ভারী ডোজ নিয়েছিলেন।"
উল্লেখ্য, পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর কঙ্গনা রানাওয়াত বলেছিলেন, 'টাকাপয়সার থেকে বেশি শত্রু আমি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি। যখন আমি দেশ সম্পর্কে আরও বেশি সচেতন হয়েছি। যখন কিছু মানুষ দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে, তখনই আমি তাদের বিরুদ্ধে মুখ খুলেছি। আমার বিরুদ্ধে তার জন্য অনেক অভিযোগ উঠেছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার এসব করে কী লাভ হয়। আজ আমি সেই সমস্ত ব্যক্তিকে মনে হয় জবাব দিতে পেরেছি। যাঁরা আমার বিরুদ্ধে এতদিন নানা কিছু বলে এসেছেন, আজকে আমার এই পদ্মশ্রী সম্মানই তাঁদের মুখ বন্ধ করতে সাহায্য করবে। জয় হিন্দ।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)