ECSI : করোনা অতিমারিতে কাজ হারানো ECSI-এর সদস্যদের ৩ মাসের বেতন দেব কেন্দ্র
করোনায় ECSI-এর যেসব সদস্য মারা গেছেন, তাঁদের পরিবারকে সারাজীবন আর্থিক সাহায্য দেওয়া হবে মন্ত্রকের তরফে।
নয়া দিল্লি : কোভিডের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। অনেকের রোজগারও কমে গেছে। এদিকে কাজ হারিয়ে অনেকেই এখন পরিবার নিয়ে বেশ সমস্যায়। কোনও ক্রমে দিন গুজরান করছেন। এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের এহেন সদস্যদের এবার পাশে দাঁড়াতে চলেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। করোনা অতিমারিতে কাজ হারানো এই সদস্যদের তিন মাসের বেতন দেওয়া হবে মন্ত্রকের তরফে। গতকাল এই ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ভূপেন্দর যাদব।
এছাড়া সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, করোনায় ECSI-এর যেসব সদস্য মারা গেছেন, তাঁদের পরিবারকে সারাজীবন আর্থিক সাহায্য দেওয়া হবে মন্ত্রকের তরফে। তিনি বলেন, প্রত্যেক রাজ্যে 'লেবার কোড' তৈরির কাজ চলছে। লেবার কোড প্রয়োগের প্রক্রিয়া চলছে। বিভিন্ন রাজ্যে তাদের কোড তৈরি করে ফেলেছে। ২৯টি শ্রম আইন রয়েছে। যেগুলির প্রতিস্থাপন হয়েছে ৪টি কোডের মাধ্যমে।
আরও পড়ুন ; ফি বকেয়া থাকলেও পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়ন নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের
ই-শ্রম পোর্টাল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রায় ৪০০ অননুমোদিত বিক্রেতার বিভাগ তৈরি করা হয়েছে এবং যে কোনও বিক্রেতা পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে পারেন। সরকারের লক্ষ্য ৩৮ কোটি অসংগঠিত শ্রমিক- যেমন নির্মাণ কর্মী, পরিযায়ী শ্রমিক, রাস্তার হকার এবং ডমেস্টিক ওয়ার্কারের রেজিস্ট্রেশন করানো। শ্রমিকদের একটি ১২-অঙ্কের ই-শ্রাম কার্ড দেওয়া হবে। যা তাঁদের সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলিতে অন্তর্ভুক্ত করতে সাহায্য করবে।
আরও পড়ুন ; রাজ্য কমল করোনা সংক্রমণ, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭০৮
প্রসঙ্গত, করোনা অতিমারির শুরু থেকে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি দেখেছে গোটা দেশ। প্রাণের দায়ে পরিবার নিয়ে মাইলের পর মাইল ধরে লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে দেখা যায় অনেককে। কারও কারও কাজ চলে যাওয়ায় সপরিবারে ফিরে আসেন। ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েছেন অনেকে।