(Source: ECI/ABP News/ABP Majha)
Chandigarh University Row : ছাত্রীদের আপত্তিকর ভিডিও 'লিক', গ্রেফতার অভিযুক্ত ; তদন্তের নির্দেশ পাঞ্জাব সরকারের
Punjab Govt orders Probe : অভিযোগ, ওই ছাত্রী হস্টেলের তাঁর সহপাঠীদের ভিডিও করে হিমাচল প্রদেশের শিমলার এক ব্যক্তির কাছে পাঠাচ্ছিল
চণ্ডীগড় : অন্য ছাত্রীদের আপত্তিকর ভিডিও লিক করার অভিযোগে মোহালি (Mohali) থেকে এক ছাত্রীকে গ্রেফতার করল চণ্ডীগড় পুলিশ (Chandigarh Police)। চণ্ডীগড়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার রাতে বহু ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখান। সেই সময় একজন আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় একটি এফআইআর রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানিয়েছেন ডিএসপি রুপিন্দর কৌর।
ঘটনাটা কী ?
অভিযোগ, এক ছাত্রী ওই বিশ্বিবিদ্যালয়ের হস্টেলের তাঁর সহপাঠীদের ভিডিও করে হিমাচল প্রদেশের শিমলার এক ব্যক্তির কাছে পাঠাচ্ছিল। সেই ব্যক্তি আবার ইন্টারনেটে তার এমএমএস ক্লিপ আপলোড করে। কয়েকজন ছাত্রী সোশাল মিডিয়ায় তাঁদের স্নানের ভিডিও দেখে চমকে ওঠেন ! তা আবার অনলাইনে ঘোরাঘুরি করাই আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রীরা।
আরও পড়ুন ; বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনা যায় কি! কেন্দ্রের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট
এই পরিস্থিতিতে এক ছাত্রী তাঁর স্নানের ভিডিও ভাইরাল হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর ছড়ায়। যদিও এ ধরনের কোনও ঘটনার কথা অস্বীকার করে পুলিশ। তবে, শুধু ওই ছাত্রীই নয়, আরও কয়েকজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর ছড়ায়। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ সম্পর্কিত এক অফিসার বলেন, কেউ আত্মহত্যা করেননি। শুধুমাত্র একজন মূর্ছা গিয়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর পরিস্থিতি এখন স্থিতিশীল। ঘটনার কথা সাইবার ক্রাইম ব্রাঞ্চে জানানো হয়েছে।
স্টুডেন্টস ওয়েলফেয়ারের অধিকর্তা অরবিন্দর সিং কঙ্গ আবার বলছেন, এই ধরনের কোনও ভিডিও লিক হয়নি। কিন্তু, যেহেতু ছাত্রীরা সন্তুষ্ট নয়, তাই পুলিশকে ডাকা হয় বলে জানান তিনি।
সামগ্রিক ঘটনার প্রতিবাদে মোহালির ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা বিক্ষোভ দেখান। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাঁরা অভিযোগ জানান, ছাত্রীদের স্নানের ভিডিও করে তা সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে। এরপরেই অনেক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে তড়িঘড়ি অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পাশাপাশি পাঞ্জাব সরকার এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। শিক্ষামন্ত্রী গুরমীত সিং মিত হায়ের তদন্তের নির্দেশ দেন।
পাঞ্জাবের স্কুলশিক্ষা মন্ত্রী হরজ্যোৎ সিং বাইন্স ছাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানান। এর পাশাপাশি তিনি আশ্বাস দেন, দোষীকে ছাড়া হবে না।