CJI : বাবার পর ছেলেও দেশের প্রধান বিচারপতি? বিচারপতি চন্দ্রচূড়ের নাম প্রস্তাব
Supreme Court : কেন্দ্রীয় সরকার এই প্রস্তাব মেনে নেয় তাহলে আগামী দু'বছরের জন্য দেশের পরবর্তী প্রধান বিচারপতি তথা দেশের ৫০ তম প্রধান বিচারপতি হবেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়।
নয়াদিল্লি : দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের (Justice Dhananjaya Y Chandrachud) নাম প্রস্তাব করলেন সুপ্রিম কোর্টের প্রধান উদয় উমেশ ললিত (Justice Uday Umesh Lalit)। আগামী ৮ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে কার্যমেয়াদ শেষ হচ্ছে বিচারপতি ললিতের। ৭৪ দিনের স্বল্প সময়ের প্রধান বিচারপতির মেয়াদকাল শেষের আগে কার্যত ঘটা করেই বিচারপতি চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করলেন তিনি।
ভিন্ন মেজাজে নাম প্রস্তাব
বিচারপতিদের লাউঞ্জে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিকে ডেকে এনে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি জানিয়ে দিলেন বিচারপতি চন্দ্রচূড়ের নাম দেশের পরবর্তী প্রধান বিচারপতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রাখছেন তিনি। যদি কেন্দ্রীয় সরকার এই প্রস্তাব মেনে নেয় তাহলে আগামী দু'বছরের জন্য (১০ নভেম্বর ২০২৪) দেশের পরবর্তী প্রধান বিচারপতি তথা দেশের ৫০ তম প্রধান বিচারপতি হবেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়।
বাবা-ছেলে প্রধান বিচারপতি
দেশের ১৬ তম প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছিলেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের বাবা বিচারপতি ইয়াই ভি চন্দ্রচূড় (২ ফেব্রুয়ারি ১৯৭৮- ১১ জুলাই ১৯৮৫)। তাই সবকিছু ঠিকঠাক গেলে বাবার পরে ছেলেও বসবেন দেশের প্রধান বিচারপতির আসনে।
Chief Justice of India UU Lalit recommends the name of Justice DY Chandrachud (in file pic) as his successor.
— ANI (@ANI) October 11, 2022
Justice Chandrachud to become the 50th CJI. Chief Justice UU Lalit is retiring on November 8 this year. pic.twitter.com/p0OymLfp0n
একাধিক ঐতিহাসিক রায়
একাধিক আধুনিকমনস্ক বিচারের সঙ্গে জড়িয়ে রয়েছে বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের নাম। কিছুদিন আগেইউ অবিবাহিত মহিলাদের গর্ভপাতের অধিকার নিশ্চিত করা যার মধ্যে সাম্প্রতিকতম। হোমো সেক্সুয়ালিটি কোনও অপরাধ নয় বলে সুপ্রিম কোর্টে যে ঐতিহাসিক রায়, সেই মামলার বিচারপতিদের বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। ব্যক্তি তথ্যের সংরক্ষণ মৌলিক অধিকার থেকে শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার বা অযোধ্য-বাবরি মসজিদ মামলা। একাধিক ঐতিহাসিক রায় দিয়েছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়।
আরও পড়ুন- গর্ভপাত ও বৈবাহিক ধর্ষণ নিয়ে যুগান্তকারী নির্দেশ সুপ্রিম কোর্টের