Sonam Wangchuk: ২০ দিন পার, কেন অনশনে সোনম ওয়াংচুক? কী বলছেন তিনি
Sonam Wangchuk: লাদাখকে বিশেষ এলাকার তকমা দেওয়া ও পরিবেশ রক্ষার দাবিতে ২০ দিন আগে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানাচ্ছেন মানুষ।
লে: লাদাখকে (Ladakh) বিশেষ মর্যাদা দিয়ে ষষ্ঠ তফসিলে (Sixth Schedule) অন্তর্ভুক্ত করার দাবিতে ২১ দিনের অনশন (fasting) কর্মসূচি গ্রহণ করেছে বিজ্ঞানী ও পরিবেশকর্মী (climate activist) সোনম ওয়াংচুক। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ২৬ মার্চ তাঁর এই কর্মসূচি শেষ হওয়ার কথা। তার ঠিক আগের দিন লে-তে অনশনরত সোনম ওয়াংচুক তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে।
সোমবার নিজের এক্স হ্যান্ডেল থেকে লাদাখের এই বিখ্যাত সমাজকর্মী সোনম পোস্ট করেন, পরিবেশ রক্ষার আন্দোলনের জন্য যে অনশন শুরু করেছিলাম আজ তার ২০তম দিন। আমার সঙ্গে আর তিন হাজার মানুষ অনশন করছেন। কিন্তু, সরকারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও শব্দ বের হল না। এটা গণতন্ত্রের পক্ষে খুবই অপমানজনক একটি বিষয়। যখন এখানকার জনসংখ্যার ৯০ শতাংশ মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে নেতাদের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছে এবং ২০ দিন ধরে ১০০ জনের মতো মানুষ আমার সঙ্গে অনশন করছেন। তখন সরকার এই বিষয়ে কোনও ভ্রূক্ষেপই করছে না। কিন্তু দেশজুড়ে যে জনসমর্থন পাচ্ছি তাতে আমরা অত্যন্ত অভিভূত। মূল স্রোতের সংবাদমাধ্যম যখন বিষয়টির ক্ষেত্রে সমঝোতার মনোভাব নিয়ে চলছে তখন দেশের মানুষের ভালোবাসা আমাদের শক্তি জোগাচ্ছে।
20th Day OF MY #CLIMATEFAST
— Sonam Wangchuk (@Wangchuk66) March 25, 2024
3000 people fasting with me. But still not a word from the government.
Very unusual for a democracy... when 90% of the population have come out to remind the leaders of their promises and 100s have been on fast some for 20 days.
But we're very… pic.twitter.com/UeNQDZGNtZ
ষষ্ঠ তফসিলের অধীনে লাদাখকে বিশেষ এলাকার তকমা দেওয়া ও এখানকার পরিবেশ রক্ষার দাবিতে আজ থেকে ২০ দিন আগে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। তারপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর আন্দোলনকে নৈতিক সমর্থন জানাতে থাকেন প্রচুর মানুষ। গতকাল অর্থাৎ রবিবার থেকে সোনম ওয়াংচুককে সমর্থন জানিয়ে ও লাদাখকে বিশেষ সুবিধাভুক্ত এলাকা ঘোষণার দাবিতে কার্গিলের কয়েকশো মানুষ কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (Kargil Democratic Alliance)-এর নেতৃত্বে তিনদিনের অনশন শুরু করেছে। এদিকে গতকালই ওয়াংচুকের অনশনের ১৯তম দিন প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ৫ হাজার মানুষ এসে তাঁর সঙ্গে যোগ দেন।
আরও পড়ুন: Bengaluru Water Crisis: জল অপচয়ের জের, বেঙ্গালুরুতে জরিমানা ২২টি পরিবারকে