Rahul Gandhi: 'অবিচারের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন' ট্যুইটে শুভেচ্ছাবার্তা রাহুল গাঁধীর
'দেশের অন্নদাতারা ঔদ্ধত্যের সামনে সত্যাগ্রহ শুরু করেছিলেন। অবিচারের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন'। ট্যুইট করে জানালেন রাহুল গাঁধী।
নয়াদিল্লি: 'দেশের অন্নদাতারা ঔদ্ধত্যের সামনে সত্যাগ্রহ শুরু করেছিলেন। অবিচারের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন'। ট্যুইট করে জানালেন রাহুল গাঁধী (Rahul Gandhi)।
देश के अन्नदाता ने सत्याग्रह से अहंकार का सर झुका दिया।
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2021
अन्याय के खिलाफ़ ये जीत मुबारक हो!
जय हिंद, जय हिंद का किसान!#FarmersProtest https://t.co/enrWm6f3Sq
তিন আইন (Farmer law) প্রত্যাহারের কথা ঘোষণা করা মাত্রাই ট্যুইট ঝড় উঠেছে। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) কটাক্ষ করে চিদাম্বরম (P. Chidambaram) লিখেছেন গণতান্ত্রিক প্রতিবাদ গড়ে তুলে যা অর্জন করা যায় না, আসন্ন নির্বাচনের ভয়ে তা অর্জন হয়। ট্যুইটে লিখেছেন চিদাম্বরম। এ দিন ঘোষণা মাত্রই ট্যুইটে চিদাম্বরম লেখেন, কৃষকদের দীর্ঘ আন্দোলন এই আইন প্রত্যাহারের কারণ নয়। বরং আসন্ন নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
What cannot be achieved by democratic protests can be achieved by the fear of impending elections!
— P. Chidambaram (@PChidambaram_IN) November 19, 2021
PM’s announcement on the withdrawal of the three farm laws is not inspired by a change of policy or a change of heart. It is impelled by fear of elections!
দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। আজ গুরু নানকের জন্মদিনে আজ জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই ঘোষণা করে মোদির আবেদন, কৃষকরা এবার খেতে ফিরে আসুন। ২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। তারপরই রাস্তায় নামেন কৃষকরা। এই ইস্যুতে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শুরু করেন রাহুল গান্ধী। দেশের অন্যান্য বিরোধী দলও সরব হয়।
হরিয়ানা, পাঞ্জাব ও দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানীর দরজায়। আগামী বছরের শুরুতেই রয়েছে পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়ার বিধানসভা নির্বাচন। তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংসদের পরবর্তী অধিবেশনে এই তিনটি কৃষি আইন প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এ বছরের শুরুতেই অবশ্য সুপ্রিম কোর্ট ওই তিনটি কৃষি আইন কার্যকরের ওপর স্থগিতাদেশ জারি করেছে।