(Source: ECI/ABP News/ABP Majha)
Congress President Election Result: কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটে 'বেনিয়ম'! তারুর শিবিরের নিশানায় খাড়গে
Indian National Congress: দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে শুরু হয়েছে গণনা। দেশজুড়ে সাড়ে ৯ হাজারের বেশি কংগ্রেস নেতা অংশ নিয়েছেন ভোটদান প্রক্রিয়ায়।
নয়াদিল্লি: ২৪ বছর পর সর্বভারতীয় কংগ্রেসের ব্যাটন যাচ্ছে গাঁধী পরিবারের বাইরে কারও হাতে। মল্লিকার্জুন খাড়গে না শশী তারুর, কে হবেন কংগ্রেস সভাপতি?
কিছুক্ষণের মধ্যে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে শুরু হয়েছে গণনা। দেশজুড়ে সাড়ে ৯ হাজারের বেশি কংগ্রেস নেতা অংশ নিয়েছেন ভোটদান প্রক্রিয়ায়।
গণনা ঘিরে অভিযোগ:
কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোট। সেখানেও উঠল অভিযোগ। মল্লিকার্জুন খাড়গে শিবিরের বিরুদ্ধে ভোটগণনায় প্রভাব খাটানোর অভিযোগ তুলল শশী তারুর শিবির। খাড়গে-ঘনিষ্ঠরা বেআইনি ভাবে গণনা কেন্দ্রে রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। পঞ্জাব-তেলেঙ্গনা নিয়েও অভিযোগ করা হয়েছে শশী তারুর শিবিরের তরফে।
ঠিক কী কী অভিযোগ?
- উত্তরপ্রদেশের ভোটকে বাতিল ঘোষণা করার দাবি তারুর শিবিরে।
- তাঁদের অভিযোগ, উত্তরপ্রদেশের ক্ষেত্রে সাদা প্লাস্টিক ও ট্যাগ নম্বর দিয়ে ব্যালট বক্সে মোড়া হয়নি।
- এমনকী ব্যালট বক্সে বেআইনি সিল ব্যবহার হয়েছে বলেও অভিযোগ।
অভিযোগ খারিজ:
যদিও তারুর শিবিরের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে কংগ্রেসের নির্বাচন কমিটি। সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
Election agent to Congress presidential candidate Shashi Tharoor writes letter to Congress Central Election Authority chairman Madhusudhan Mistry, alleging "extremely serious irregularities in conduct of election in UP" & demands "that all votes from UP be deemed invalid". pic.twitter.com/ZEAZVsJAVF
— ANI (@ANI) October 19, 2022
এই ভোট ঘিরে সরগরম ছিল কংগ্রেসের অন্দর। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একটি অংশ চাইছিলেন যে রাহুল গাঁধী ওই পদে বসুন। কিন্তু, রাহুল জানিয়ে দিয়েছিলেন যে গাঁধী পরিবারের কেউ ওই পদের জন্য লড়বেন না। তারপরেই বিভিন্ন নাম উঠে আসে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহৌলত সভাপতি পদে লড়ার জন্য ইচ্ছে প্রকাশ করেন। তারপর নানা টানাপড়েনের পরে মুখোমুখি লড়াইয়ে মল্লিকার্জুন খাড়গে এবং শশী তারুর। কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোট গণনা চলছে। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬০ শতাংশ গণনা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই নতুন সভাপতির নাম ঘোষণা করতে পারে কংগ্রেস।
আরও পড়ুন: দীপাবলিতে দারুণ লাভ দিতে পারে এই স্টকগুলি, দেখে নিন তালিকা