Taste N Bite: ক্রিসমাসে স্বাদ বদলাতে চেখে দেখতে পারেন এই টেস্টি কেক, রকমারি কেকের পসরা নিয়ে হাজির 'টেস্ট অ্যান্ড বাইট'
ABP Ananda Live: বড়দিনের কেকের পসরা নিয়ে হাজির টেস্ট অ্যান্ড বাইটও। তাদরে ঝুলিতে মরশুমি কেক তো আছেই, এছাড়া টেস্ট অ্যান্ড বাইট নিয়ে এসেছে আরও নানান রকমারি কেকে। স্বাদ বদলে চেকে দেখতে পারেন । বড়দিনের কেকের পসরা নিয়ে হাজির মিও আমোরে। রয়েছে বাটার ফ্রুট কেক থেকে রিচ পাম কেক -সহ বিভিন্ন বাহারি স্বাদ। ক্রেতাদের টানছে রিচ চকোলেট লোফ-ও।
ঢাকায় বিস্ফোরণ! ফ্লাইওভার থেকে ছিটকে মৃত্যু ১ জনের, অশান্তির আগুনের মধ্যেই ভয়াবহ ঘটনা
বুধবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানীর মগবাজার এলাকায় একটি ফ্লাইওভারে হামলাকারীদের বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনের ফ্লাইওভারের নীচে বিস্ফোরণটি ঘটে, যেখানে অনেকেই প্রায়শই যাতায়াত করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিস্ফোরকটি ফ্লাইওভারের উপর থেকে ছুঁড়ে মারা হয়েছিল এবং মাটিতে বিস্ফোরিত হয়, যার ফলে নিহত ব্যক্তি গুরুতর আহত হন, যার স্বজনরা 'সিয়াম' নামে এক ব্যক্তিকে শনাক্ত করেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে সিয়াম একটি বেসরকারি কারখানায় কাজ করতেন এবং বিস্ফোরণের সময় এলাকায় ছিলেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং পরে আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন। ঢাকা ট্রিবিউনে প্রকাশিত তথ্য অনুসারে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (রমনা বিভাগ) উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



















