Sonia Gandhi: করোনা আক্রান্ত সনিয়া হাসপাতালে ভর্তি, অবস্থা স্থিতিশীল, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে
Sonia Gandhi in Hospital:গত ২ জুন করোনায় আক্রান্ত হন সনিয়া। তার ঠিক আগেই ন্য়াশনাল হেরাল্ড মামলায় তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
Sনয়াদিল্লি: হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi in Hospital)। সম্প্রতি করোনায় (COVID-19) আক্রান্ত হন তিনি। সেই সংক্রান্ত সমস্যার জেরেই হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
হাসপাতালে ভর্তি করতে হল সনিয়াকে
কংগ্রেস (Congress) মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) সনিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন। রবিবার টুইটারে তিনি লেখেন, "কোভিড সংক্রান্ত সমস্যার জেরে গঙ্গারাম হাসপাতালে আজ ভর্তি করতে হয়েছে কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীকে। তাঁর অবস্থা স্থিতিশীল, হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আরোগ্য কামনার জন্য কংগ্রেসের নারী-পুরুষ সকল শুভাকাঙ্খীদের ধন্যবাদ।"
Congress President, Smt. Sonia Gandhi was admitted to Ganga Ram Hospital today owing to Covid related issues. She is stable and will be kept at the hospital for observation.
— Randeep Singh Surjewala (@rssurjewala) June 12, 2022
We thank all the Congress men & women as also all well wishers for their concern and good wishes.
গত ২ জুন করোনায় আক্রান্ত হন সনিয়া। তার ঠিক আগেই ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পর ইডি-র তরফএ নতুন করে সমন পাঠানো হয়। আগামী ২৩ জুন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এর আগে ৮ জুন তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল সনিয়ার।
আরও পড়ুন: Whatsapp Update: দ্বিগুণ সদস্য যোগ করা যাবে গ্রুপে, হোয়াটসঅ্যাপে নতুন আপডেট
ওই একই মামলা ১৩ জুন ইডি-র সামনে হাজিরা দেওয়ার কথা কংগ্রেস সাংসদ তথা সনিয়া-তনয় রাহুল গাঁধীর। এর আগে ২ জুন তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু দেশের বাইরে থাকায় হাজিরার দিন পরিবর্তনের আর্জি জানান রাহুল। তার পর ১৩ জুন দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
সোমবার হাজিরা দেওয়ার কথা রাহুলের
সনিয়া এবং রাহুল, ইডি-র সামনে হাজিরা দিতে দু'জনই বদ্ধপরিকর বলে এর আগে কংগ্রেসের তরফে জানানো হয়। কিন্তু করোনা থেকে সুস্থ হওয়া না পর্যন্ত সনিয়া অপেক্ষা করতে চান বলে জানানো হয়। যদিও রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতেই ক্ষমতাসীন বিজেপি এজেন্সি দিয়ে দলীয় নেতৃত্বকে হেনস্থা করছে বলেও অভিযোগ করে কংগ্রেস। সোমবার রাহুলের হাজির দেওয়ার কথা রয়েছে। ওই সময় কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে দিল্লিতে।