Air Travel Guidelines ভারত থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার ক্ষেত্রে বিধি বলবত ৩১ অগাস্ট পর্যন্ত
ভারত থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার ক্ষেত্রে বিধি বলবত ৩১ অগাস্ট পর্যন্ত
![Air Travel Guidelines ভারত থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার ক্ষেত্রে বিধি বলবত ৩১ অগাস্ট পর্যন্ত Corona Air Travel Guidelines Restrictions scheduled international passenger flights to from India extended August 31st, 2021 Air Travel Guidelines ভারত থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার ক্ষেত্রে বিধি বলবত ৩১ অগাস্ট পর্যন্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/62e4c54ccca364d6f0eef0f97f50cb2e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপটে বেসামাল হয়েছিল দেশ। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। তবুও আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা আরও কিছুদিন বাড়াল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এক নতুন নির্দেশিকা জারি করেছে DGCA বা ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন।
করোনা পরিস্থিতিতে গত বছর দেশে দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা। যদিও পণ্যবাহী বিমান এক দেশ থেকে অন্য দেশে উড়েছে। এবছরও দ্বিতীয় ঢেউতে বড়সড় ধাক্কা খেয়ে ফের আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। ভারত থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার ক্ষেত্রে করোনা বিধি লাগু থাকছে ৩১ অগাস্ট পর্যন্ত। যদিও বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় মিলবে। আগে থেকে নির্ধারিত কিছু বিমানও উড়বে। মালবাহী বিমান পরিষেবাও অক্ষুন্ন থাকবে। শুধু আন্তর্জাতিক যাত্রীবিমানের ক্ষেত্রেই বিধিনিষেধ বলবত থাকবে।
অন্যদিকে, দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। তার আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। আজকের বুলেটিন নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪। এদিকে নতুন করে ৪৪ হাজার ২৩০ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি সক্রিয় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন। তবে, গতকালের তুলনায় সুস্থতার হার বেড়েছে। গতকালের রিপোর্ট অনুযায়ী, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৬৫ জন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪২ হাজার ৩৬০ জন। এনিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজার ৯৭২ জন।
DGCA বা ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন এর নোটিশটি এইরকম -
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)