India Corona Update: দেশে দৈনিক সংক্রমণ কমলেও, ঊর্ধ্বমুখী মৃত্যুর সংখ্যা
Corona Update: একদিনে আক্রান্তের সংখ্যা নামল ২ লক্ষর নীচে।
নয়া দিল্লি : গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই কমল করোনা সংক্রমণ (Corona Virus Infection)। একদিনে আক্রান্তের সংখ্যা নামল ২ লক্ষর নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন। তার আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২৮১।
তবে, বেড়েছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৯২ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৯৫৯। তার আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৮৯৩।
আরও পড়ুন ; দেশে একদিনে করোনায় মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই, কমল দৈনিক সংক্রমণ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৪ হাজার ৭৬ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৪৩ হাজার ৫৯ জন। দৈনিক পজিটিভিটির হার ১১.৬৯ শতাংশ। দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১,৬৬,৬৮,৪৮,২০৪ ।
এদিকে রাজ্যেও কিছুটা কমেছে করোনায় (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। রাজ্যে টানা ১৭ দিন ধরে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা তিরিশের ওপরেই রয়েছে। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (Department of Health & Family Welfare Govt. of West Bengal) পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়। করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে ৫ জনের মৃত্যু। গত একদিনে কলকাতায় ১৭৯ জন করোনা আক্রান্ত। ২ মেদিনীপুরে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় মৃত ২। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ১,৯১০।