Coronavirus Cases India Today: করোনা পরিস্থিতি ভয়াবহ ! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন ৷ মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের ৷
নয়াদিল্লি: ভারতে চলছে কোভিড ঝড় ৷ প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা ৷ একদিনে ফের রেকর্ড সংক্রমণ দেশে ৷ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন ৷ মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন ৷
India reports 3,86,452 new #COVID19 cases, 3498 deaths and 2,97,540 discharges in the last 24 hours, as per Union Health Ministry
— ANI (@ANI) April 30, 2021
Total cases: 1,87,62,976
Total recoveries: 1,53,84,418
Death toll: 2,08,330
Active cases: 31,70,228
Total vaccination: 15,22,45,179 pic.twitter.com/mRsifO2IMP
করোনায় ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২,০৮,৩৩০ জনের ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩১,৭০,২২৮ জন ৷ এর পাশাপাশি ১৫,২২,৪৫,১৭৯ জনকে করোনার ভ্যাকসিন এখনও পর্যন্ত দেওয়া সম্ভব হয়েছে ৷
এদিকে ভারতের কোভিড পরিস্থিতির সাহায্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো তাদের বায়ুসেনার প্রথম বিমানটি শুক্রবার সকালে রাজধানীতে এসে পৌঁছল।করোনা নিয়ে ভারতে চলতে থাকা কার্যত জরুরীকালীন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলেই জানিয়েছে। দু-দেশের ৭০ বছরের সম্পর্ক আরও মজবুত হবে বলেই প্রত্যয়ী এ দেশের মার্কিন দূতাবাস।অক্সিজেন সাপোর্ট, অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন জেনারেশন ইউনিট, পিপিই, ভ্যাকসিন তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম এসেছে বিমানটিতে।
Delhi Customs facilitated swift clearance of COVID material received from USA covering 200 Size D oxygen cylinders with regulators, 223 Size H oxygen cylinders with regulators, 210 pulse oximeters, 184,000 Abbott Rapid Diagnostic Test Kits & 84,000 N-95 face masks: CBIC pic.twitter.com/VoxjhGiQwg
— ANI (@ANI) April 30, 2021
করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সরঞ্জাম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু বিমান পরের সপ্তাহে ভারতে এসে পৌঁছবে বলেই জানা যাচ্ছে। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ব্যক্তিগতস্তরে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কথোপকথনেই ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বাইডেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )