Coronavirus Cases Today: সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যু
India Covid: শুক্রবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে দৈনিক কোভিড সংক্রমণ পেরিয়েছে ১৮ হাজার।
![Coronavirus Cases Today: সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যু Coronavirus Cases Today in India 8 July 18815 COVID-19 New Cases 38 Deaths in Last 24 Hours Coronavirus Cases Today: সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/a7549f0fc048ca294da9fba31474f9f81657173199_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দেশে কোভিডের দৈনিক সংক্রমণ সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা। শুক্রবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে দৈনিক কোভিড সংক্রমণ পেরিয়েছে ১৮ হাজার।
দেশে কোভিড-গ্রাফ:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৯৩০।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৮৫ হাজার ৫৫৪।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।
- বুলেটিন অনুযায়ী দেশে পজিটিভিটি রেট ৪.৯৬ শতাংশ।
- দেশে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন।
#COVID19 | India reports 18,815 fresh cases, 15,899 recoveries, and 38 deaths in the last 24 hours.
— ANI (@ANI) July 8, 2022
Active cases 1,22,335
Daily positivity rate 4.96% pic.twitter.com/1kAaTtgBp6
কোভিড বাড়লেও তার সঙ্গেই বাড়ছে টিকাকরণও। প্রতিদিনই চলছে টিকা। এখন দেশে বুস্টার ডোজ চলছে। পাশাপাশি নাবালকদের টিকাকরণও জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: নিশ্চিত বেতনের সুরক্ষা দেবে বিমা ? 'স্যালারি প্রোটেকশন ইন্স্যুরেন্স' কী জানেন
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)