India Covid Update : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ১০ হাজারের নিচে, বঙ্গে দৈনিক করোনা-মৃত্যু শূন্য
Coronavirus in India: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। বেশ অনেকদিন পরে রাজ্যের দৈনিক কোভিড মৃত্যুও শূন্যে নেমে এসেছে।
নয়াদিল্লি : দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ১০ হাজারের নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮১৩ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৯১৭।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৯৮ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ ৭৭ হাজার ১৯৪।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় লাফ দিয়ে অনেকটা কমে গেল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। আগের দিনের চেয়ে প্রায় অর্ধেক হয়ে এসেছে রাজ্যের দৈনিক কোভিড গ্রাফ। বেশ অনেকদিন পরে রাজ্যের দৈনিক কোভিড মৃত্যুও শূন্যে নেমে এসেছে। সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা নেমে এসেছে তিনশোরও নিচে। দৈনিক পজিটিভিটি রেট থেকে হোম আইসোলেশনের সংখ্যা সবই কমেছে গত ২৪ ঘণ্টায়।
রাজ্যের কোভিড-গ্রাফ:
- বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ২৭০ জন।
- আগের দিন নতুন সংক্রমিত ছিল ৪৭৯ জন।
- গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা শূন্য।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যার চেয়ে নতুন আক্রান্তের থেকে অনেকটাই কম।
- গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ৬৫৮ জন।
অন্যদিকে চোখ রাঙাচ্ছে অন্যান্য অসুখও।রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
রাজ্যে করোনার প্রকোপ একটু কমতেই, চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি। গত বছর, জানুয়ারি থেকে অগাস্টের প্রথম সপ্তাহ অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৭। আর এ বছরের শুরু থেকে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংখ্যাটা ৩ হাজার ১০৪। অর্থাৎ এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, কীভাবে হু হু করে বাড়ছে ডেঙ্গি।
সম্প্রতি নবান্নকে (Nabanna) এই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দফতর (Health Department)। যেখানে দেখা যাচ্ছে, এক বছরে, প্রায় ৭ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রিপোর্ট বলছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি ভীষণরকম উদ্বেগজনক।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )