Corona Cases India: তৃতীয় ঢেউয়ের চোখরাঙানির মাঝে দেশে কমল মৃত্যু-অ্যাক্টিভ কেস
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৬৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩৫৪।
নয়া দিল্লি: দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৬৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩৫৪।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২ জন। একদিনে ৩৯ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭২ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৮৯।
এদিকে, পুজোর মাসে স্বস্তির খবর তো নেইই, উপরন্তু তৃতীয় ঢেউ ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনার কথা বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। রিপোর্ট সতর্ক করেছে অক্টোবরেই শিখরে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ। প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে রিপোর্ট পাঠানোও হয়েছে ।
অন্যদিকে, সোমবার মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে সে রাজ্যে ফের বাড়ল করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ। নতুন করে সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৭ জন। করোনা ভাইরাসের এই প্রজাতির বিস্তার কীভাবে হচ্ছে তা নিশ্চিত করতে নিয়মিতভাবে কোভিড-১৯ পজিটিভ রোগীদের নমুনার জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করছে।
নীতি আয়োগ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, আগামী সেপ্টেম্বরেই করোনা সংক্রমণ শিখর ছুঁতে পারে এবং দৈনিক আক্রান্তর সংখ্যা ৪ থেকে পাঁচ লক্ষ হয়ে যেতে পারে। আর এরমধ্যে প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হতে পারে। নীতি আয়োগ বলেছে, সেপ্টেম্বরের মধ্যে দুই লক্ষ আইসিইউ বেড প্রস্তুত হওয়া প্রয়োজন।
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লক্ষ ৩৯ হাজার ৯৪৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার ১৫৬।