Coronavirus Updates: দেশে বাড়ল করোনা, দৈনিক সংক্রমণ-মৃত্যুর গ্রাফ ফের ঊর্ধ্বমুখী
Covid-19 in India: গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ ও দৈনিক মৃত্যুর সংখ্যা। এখনও দু'হাজারের ওপরেই রয়েছে সংক্রমণ।
নয়া দিল্লি: দেশে (India) করোনা (Coronavirus)-গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ ও দৈনিক মৃত্যুর (Death) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৩ জন।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৫৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৩৪৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৩৪ হাজার ১৪৫।
COVID19 | 2,323 new cases recorded in India in the last 24 hours; Active caseload at 14,996 pic.twitter.com/Mx7ACCKi3F
— ANI (@ANI) May 21, 2022
অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ৮৭ হাজার ৪৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৬৫ লক্ষ ৬৪ হাজার ১২৭।
এদিকে, এবার দানা বাঁধছে মাঙ্কিপক্স আতঙ্ক। আমেরিকার বিভিন্ন অংশে, ইউরোপ ও পশ্চিম আফ্রিকায় একাধিক কেস সামনে আসার পর, এনিয়ে এবার ভারতেও জারি হল সতর্কতা। পরিস্থিতির দিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এই মারণ ভাইরাস যাতে দেশে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিড কন্ট্রোল ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র মনসুখ মাণ্ডব্য। এর পাশাপাশি বিভিন্ন বিমানবন্দর ও বন্দর আধিকারিকদেরও বিষয়টি পর্যবেক্ষণে রাখতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক।