Delhi Coronavirus Crisis: 'দয়া করে সাহায্য করুন' অক্সিজেন চেয়ে শিল্পপতিদের চিঠি কেজরীবালের
প্রধানমন্ত্রী, শিল্পপতি ছাড়াও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকেও সাহায্য চেয়েছেন অরবিন্দ কেজরীবাল।
নয়াদিল্লি: 'দয়া করে যেভাবে পারবেন সাহায্য করুন।' দিল্লির পরিস্থিতি সামাল দিতে এবার শিল্পপতিদের কাছে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এর আগে করজোড়ে প্রধানমন্ত্রীর কাছে অক্সিজেনের আবেদন করেছিলেন। চিঠিও দিয়েছিলেন। এবার শিল্পপতিদের দ্বারস্থ তিনি। দিল্লিতে অক্সিজেনের সঙ্কট চরমে। পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে বহু রোগীর। কার্যত হন্যে হয়েই সাহায্য চাইছে দিল্লির সরকার।
জানা গিয়েছে, টাটা, বিড়লা, অম্বানি, হিন্দুজ, মাহিন্দ্রা-সহ বেশ কিছু শিল্পপতির কাছে অক্সিজেন এবং অন্যান্য সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কেজরীবাল লিখেছেন, 'আপনাদের কাছে অক্সিজেন সিলিন্ডার থাকলে দয়া করে দিল্লি সরকারকে সাহায্য করুন।'
উল্লেখ্য ইতিমধ্যে অক্সিজেন সঙ্কটের সঙ্গে মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছে টাটাগোষ্ঠী। তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে টাটা। গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণের পরেই এই সিদ্ধান্তের কথা নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করে টাটা গোষ্ঠী।
প্রধানমন্ত্রী, শিল্পপতি ছাড়াও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকেও সাহায্য চেয়েছেন অরবিন্দ কেজরীবাল। লিখেছেন, "বাড়তি অক্সিজেন থাকলে দিল্লিকে তা দিয়ে সাহায্য করুন। কেন্দ্র সাহায্য করছে, তবে সঙ্কট এতটাই চরমে যে জোগান কম পড়ছে।"
উল্লেখ্য, রাজধানীতে করোনা সংক্রমণ পরিস্থিতি বাগে আনতে ফের ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে দিল্লির সরকার। রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে জানান, আগামী ৩ মে ভোর ৫ পর্যন্ত দিল্লিতে লকডাউন জারি থাকবে।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত ১৯ এপ্রিল প্রথম ৬ দিনের লকডাউন ঘোষণা করে কেজরীবাল সরকার। যা আগামী সোমবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিচার করে তা আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ভয়াবহ পরিস্থিতি দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৯,৬৯১। করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২,৭,৬৭ জন। সব মিলিয়ে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি।