Delhi on Coronavirus: অশক্ত বৃদ্ধাকে কোলে তুলে টিকাকরণ কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশকর্মী
বৃদ্ধা টিকা নিতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করার পর নিজের সিনিয়র পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন কুলদীপ। যারপর নিজে থেকেই দায়িত্ব নিয়ে বৃদ্ধার জন্য ভ্যাকসিনেশনের স্লট বুক করেন।
![Delhi on Coronavirus: অশক্ত বৃদ্ধাকে কোলে তুলে টিকাকরণ কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশকর্মী Coronavirus Update: Going Beyond The Call Of Duty, Delhi Cop Lifts Senior Citizen To The Vaccine Centre Delhi on Coronavirus: অশক্ত বৃদ্ধাকে কোলে তুলে টিকাকরণ কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশকর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/17/4a502879a6b6ba86e94de91f55325910_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : মানবিকতার অনন্য নজির গড়লেন দিল্লি পুলিশের কনস্টেবল কুলদীপ সিংহ। অশক্ত বৃদ্ধাকে কোলে তুলে তাঁকে টিকাকরণ কেন্দ্রে নিয়ে গেলেন এই পুলিশকর্মী। ৮২ বছরের শৈলা ডি'সুজা ভ্যাকসিনেশন সেন্টারে যেতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক সক্ষমতার অভাবে হাঁটতে পারেন না তিনি। যে অবস্থায় প্রাক্তন শিক্ষকের সহায় হয়ে দাঁড়ান কুলদীপ।
কাশমেরে পুলিশ গেটে কর্তব্যরত কুলদীপ সিংহ যখন জানতে পারেন টিকাকরণ কেন্দ্রে যেতে চান শৈলা, তখনই নিজের দায়িত্বের থেকে বেশি কাজ কাঁধে তুলে নিতে দু'বার ভাবেননি তিনি। মাঝেমধ্যে মোরি গেটের বাড়িতে গিয়ে বৃদ্ধার শারীরিক অবস্থার খোঁজ নেন ওই পুলিশকর্মী। এলাকায় পরিচিত ইংরেজির শিক্ষক শৈলা ডি'সুজা একাই থাকেন তাঁর বাড়িতে। তাঁকে দেখভালের জন্য রয়েছে একজন অ্যাটেড্যান্ট। তাই কুলদীপের কাছে বৃদ্ধা টিকা নিতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করার পর নিজের সিনিয়র পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন কুলদীপ। যারপর নিজে থেকেই দায়িত্ব নিয়ে বৃদ্ধার জন্য ভ্যাকসিনেশনের স্লট বুক করেন।
রবিবার নিজে গাড়ি করে বৃদ্ধার বাড়িতে এসে হাজির হন কুলদীপ। তারপর সেখান থেকে তাঁকে গাড়িতে তুলে টিকাকরণের জন্য নিয়ে যান অরুণা আলি আসিফ সরকারি হাসপাতালে। ভ্যাকসিন নিতে এসে নতুন সমস্যার মুখে পড়েন বৃদ্ধা। অশক্ত শরীরে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারছিলেন না তিনি। যার পরই বৃদ্ধাকে পাঁজাকোলা করে টিকা নেওয়ার জন্য নিয়ে যান কুলদীপ। আর এভাবে বাড়তি দায়িত্ব নিয়ে বৃদ্ধাকে টিকা দেওয়ানোর কাজ করে নেটমহলে নায়কের মর্যাদাই পাচ্ছেন দিল্লি পুলিশের এই কনস্টেবল। একাধিক ব্যক্তি তাঁর এই কাজের জন্য স্যালুট ঠুকেছেন কুলদীপ সিংহকে।
এদিকে, প্রায় একমাস পর করোনায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নামল। যদিও চার হাজারের ওপরেই রইল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)