India Coronavirus Updates: ঊর্ধ্বমুখীই গ্রাফ, দেশে গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমণ ও মৃত্যু
Coronavirus Updates: দেশে করোনা (Coronavirus) পরিস্থিতি ভয়ঙ্কর...
![India Coronavirus Updates: ঊর্ধ্বমুখীই গ্রাফ, দেশে গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমণ ও মৃত্যু Coronavirus Updates: India reports 2,68,833 fresh COVID cases and 1,22,684 recoveries in the last 24 hours India Coronavirus Updates: ঊর্ধ্বমুখীই গ্রাফ, দেশে গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমণ ও মৃত্যু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/14/c9396abcf860bc1e43b5e97d5362a96b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : কমার তো লক্ষণ নেই-ই, দেশে গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন। গতকালের তুলনায় ৪ হাজার ৬৩১ জন বেশি। অন্যদিকে বেড়েছে মৃতের সংখ্যাও।
অন্যদিকে বেড়েছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) শনিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে মৃত্যু হয়েছে ৪০২ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৩১৫ জন। তার আগের দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮০। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪,১৭,৮২০। দৈনন্দিন পজিটিভিটির হার ১৬.৬৬ শতাংশ। এদিকে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১ জন। শুক্রবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৭৫৩।
আরও পড়ুন ; করোনা পজিটিভ ব্যক্তির সঙ্গে ডিনারে খরচ ১০ হাজার টাকা! কারণ জানলে অবাক হবেন
প্রসঙ্গত, বৃহস্পতিবারই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মিটে প্রধানমন্ত্রী বলেন, " অন্যান্য কোভিড ভ্যারিয়েন্টের থেকে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এই ভাইরাস আগের থেকে অনেক সহজেই সবার দেহে ছড়িয়ে পড়তে পারে। এই নিয়ে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মূল্যায়ন করছেন। এটা পরিষ্কার যে আমাদের সতর্ক থাকতে হবে। তবে সংক্রমণ নিয়ে ভয় না পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে আমাদের।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)