Omicron Cases in India : মহারাষ্ট্র-কর্ণাটকে আরও সংক্রমিতের সন্ধান, দেশে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ১২৬
Omicron cases rising in India : সারা বিশ্বে ফের উদ্বেগের সঞ্চার করেছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় উঠে এল ওমিক্রন সংক্রমণের কিছু উপসর্গ...
নয়া দিল্লি : কর্ণাটক ও কেরলে মোট ১০ ওমিক্রন আক্রান্তের হদিশ। এর পাশাপাশি মহারাষ্ট্রেও তিন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এর জেরে দেশে নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬।
কেন্দ্র ও রাজ্যের তথ্য অনুযায়ী, দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন(Omicron) আক্রান্তের হদিশ পাওয়া গেছে। এর মধ্যে মহারাষ্ট্রে(Maharashtra) ৪৩ জন, দিল্লিতে ২২ জন, রাজস্থান ১৭ জন, কর্ণাটকে ১৪ জন, তেলাঙ্গানায় ৮ জন, গুজরাতে ৭ জন, কেরলে ১১ জন, অন্ধ্রপ্রদেশে ১ জন, চণ্ডীগড়ে ১ জন, তামিলনাড়ুতে ১ জন এবং পশ্চিমবঙ্গে ১ জন ওমিক্রনে আক্রান্ত।
কর্ণাটকের(Karnataka) নতুন ছয় আক্রান্তের মধ্যে একজন ইংল্যান্ড থেকে ফিরেছেন। বাকি পাঁচজনের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ কন্নড় জেলায়। অন্যদিকে কেরলে তিরুঅনন্তপুরম থেকে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই জনের সন্ধান পাওয়া যায়। তাদের বয়স ১৭ ও ৪৪ বছর। একজনকে পাওয়া গেছে মালাপ্পুরম থেকে । বয়স ৩৭ বছর। অপরজন থ্রিসুরের বাসিন্দা।
আরও পড়ুন ; কলকাতায় এবার নাইজেরিয়া ফেরতকে ঘিরে ওমিক্রন সন্দেহ
এর পাশাপাশি মহারাষ্ট্রের এক দম্পতি ও তাদের ১৩ বছরের মেয়ে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। উগান্ডা থেকে পশ্চিম মহারাষ্ট্রের সাতারায় ফিরেছেন তাঁরা। ওই দম্পতির ৫ বছরের অপর এক মেয়েও করোনায় আক্রান্ত। তবে, সে নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত নয়।
এদিকে দেশের একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, হয়ত অতটা তীব্র হবে না, তবে এর সংক্রমণ হার চিন্তার কারণ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে তাঁদের সতর্কবার্তা, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশবাসী যেমন সচেতন ছিল, ঠিক তেমনই সতর্ক থাকতে হবে। পিএসআরআই হাসপাতালের চিকিৎসক জি সি খিলানি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা যেমন সতর্ক ছিলাম, সেরকম সতর্ক থাকতে হবে। ভ্যাকসিন এই সংক্রমণের বিরুদ্ধে যে সুরক্ষা দিয়েছিল, সময়ের সাথে সাথে তা হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের জন্য বুস্টার ডোজের নীতি ঘোষণা করা উচিত।
প্রসঙ্গত, ব্রিটেনে এক গবেষণায় উঠে এসেছে ওমিক্রন সংক্রমণের কিছু উপসর্গ। হাঁচি, মাথাব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ থাকতে পারে ওমিক্রন আক্রান্তের। ব্রিটেনের গবেষণায় এ কথা জানানো হয়েছে। Zoe Covid study অ্যাপ হাজার হাজার আক্রান্তকে তাঁদের উপসর্গ জানাতে বলেছিল। সমীক্ষকরা তদন্তকারীরা প্রভাবশালী ডেল্টা ভ্যারিয়েন্ট এবং অতি সংক্রামক নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন-উভয়ের সাথেই যুক্ত বিষয়গুলি খতিয়ে দেখেছেন।