Daily COVID Update India: দেশে নতুন করে সংক্রমিত ৩০৭৫৭, একদিনে মৃত ৫৪১
Daily COVID Update India: দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে এই মুহূর্তে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২২৩ জন।
নয়াদিল্লি: একের পর এক রাজ্যে বিধি নিষেধ শিথিল হচ্ছে ক্রমশ। তার মধ্যেই দেশে (Daily COVID Update India) নতুন করে নোভেল করোনাভাইরাসে (Novel Coronavirus) আক্রান্ত হলেন ৩০ হাজার ৭৫৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর (Active Corona Cases) সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৯১৮। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৪১ জন।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ৫৩৮ মানুষ। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৪ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৮৪ জন রোগী করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
প্রতি দিন যত সংখ্যক নমুনা পরীক্ষা হয় এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, তাকে সংক্রমণের হার (Daily Positivity Rate) বলা হয়। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ২.৬১ শতাংশ। কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ১৭৪ কোটি ২৪ লক্ষ ৩৬ হাজার ২৮৮ টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Gujrat : ড্রপ আউটের ৩০ বছর পর এমবিবিএস কোর্সে পুনরায় ভর্তির আবেদন, কী বলল আদালত ?
দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে এই মুহূর্তে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২২৩ জন। গত ২৪ ঘণ্টায় কেরলে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৩ হাজারের নীচে রয়েছে। সেখানে মারা গিয়েছেন ৪১ জন। কর্নাটকে ২৪ জন মারা গিয়েছেন।
বড়দিন এবং বর্ষবরণ থেকে নতুন বছরের শুরুতেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ে। তবে বিগত বেশ কিছু দিন ধরেই সংক্রমণ এবং মৃত্যু নিম্নমুখী। বুধবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নিষিধাজ্ঞা শিথিলের নির্দেশও দিয়েছে কেন্দ্র। অর্থনীতিকে যত শীগ্র সম্ভব স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।