Delhi Coronavirus : রাজধানীতে গত ১৫ দিনে কোভিড সংক্রমণে ৫০০% বৃদ্ধি, আবার কী ফিরছে বিধিনিষেধ?
'COVID network prevalence' নামে এক সংস্থার সমীক্ষাতে দেখা গিয়েছে, গত ১৫ দিনে ৫00 শতাংশ বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ।
নয়াদিল্লি : চোখ রাঙাচ্ছে চতুর্থ ঢেউ। সম্প্রতি একটি সমীক্ষায় দাবি করা হয়েছে যে, দিল্লি-এনসিআর-এর বাসিন্দাদের মধ্যে গত ১৫ দিনে ৫০০% সংক্বেরমণ ড়েছে। দিল্লি-এনসিআর-এর প্রায় ১৯ শতাংশ বাসিন্দা একটি সমীক্ষার প্রতিক্রিয়া জানিয়েছেন, তাঁদের পরিবার বা ঘনিষ্ঠ গণ্ডির মধ্যে এক বা একাধিক ব্যক্তি গত ১৫ দিনের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন।
'COVID network prevalence' নামে এক সংস্থার সমীক্ষাতে দেখা গিয়েছে, গত ১৫ দিনে ৫০০ শতাংশ বেড়েছে ভাইরাসের সংক্রমণ। সার্ভেটিতে Delhi - NCR এর ১১,৭৪৩ জনের ( 11,743 residents) থেকে প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কী ফের রাজধানীতে ফিরবে কোভিডের কড়া নিয়ম কানুন? এই প্রশ্নটাই মানুষকে ভাবাচ্ছে। এরই মধ্যে কিছুটা আশার বার্তা দিল্লিবাসীর জন্য।
দিল্লিতে বিপর্যয় মোকাবিলা দফতরের বৈঠক :
আশঙ্কার এই পরিস্থিতিতে দিল্লি বিপর্যয় মোকাবিলা দফতর (DDMA) ২০ এপ্রিল একটি জরুরি বৈঠকে বসছে। এই বৈঠকের আগে, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ডিডিএমএর ওই আধিকারিক জানিয়েছেন, দিল্লিতে এখনই গণ-পরিবহন এবং অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করার সম্ভাবনা নেই। বৈঠকে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধির মধ্যে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে পর্যালোচনা করা হবে। শহরে কোভিড নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হাসপাতালের বেড ভর্তির উপর নির্ভর করবে, করোনার ক্রমবর্ধমান সংখ্যার উপর নয়।
আরও পড়ুন :
দেশে করোনায় দৈনিক সংক্রমণ বাড়ল ৯০ শতাংশ, একদিনে মৃত্যু ২১৪ জনের
বিধিনিষেধ জারি হবে কি
কারণ এই মুহূর্তে দিল্লির হাসপাতালে বিশেষ রোগী নেই, কোভিড বিধিনিষেধ (Covid restrictions ) ফিরে না আসার সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এবারেও ওমিক্রনেই আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ । রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন না। তাই রাতের কার্ফু এবং পরিবহন পরিষেবাগুলিতে বিধিনিষেধ এখনই ফিরিয়ে আনার সম্ভাবনা নেই।
দিল্লি স্বাস্থ্য বিভাগের মতে, গত কয়েকদিনে দিল্লিতে কোভিডের ঘটনা বাড়লেও হাসপাতালে ভর্তির হার কম। দিল্লি সরকারের এক আধিকারিক বলেছেন, যদি কোভিড বিধিনিষেধ পুনরায় জারি করা হয়, তবে সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হবে এবং এটি অর্থনীতি এবং জীবিকাকেও প্রভাবিত করবে।
দেশে করোনায় দৈনিক সংক্রমণে অস্বাভাবিক বৃদ্ধি
অন্যদিকে, দেশে করোনায় দৈনিক সংক্রমণ (India Covid Update) এক ধাক্কায় প্রায় ৯০ শতাংশ বাড়ল। করোনায় (Corona Update) দেশে গতকাল যেখানে একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৪, তা লাফিয়ে বেড়ে হয়েছে ২১৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৫০।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona Death Troll) মৃত্যু হয়েছে ২১৪ জনের। এর মধ্যে কেরল তাদের পরিসংখ্যানে আগের ৬২ জনের মৃত্যুর তথ্য যোগ করেছে। গতকাল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৯৬৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৪ হাজার ২৮০।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )