Om Prakash Chautala Jailed: আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তি, ৪ বছরের জেল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Haryana Ex CM: কারাদণ্ডের সঙ্গেই মোটা অঙ্কের আর্থিক জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক।
নয়াদিল্লি: পুরনো একটি সম্পত্তি মামলায় (disproportionate assets case) চার বছর কারাদণ্ডের সাজা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Ex Chief Minister of Haryana)। ওম প্রকাশ চৌটালাকে (Om Prakash Chautala) সাজা শোনাল দিল্লি কোর্ট (Delhi Court)। কারাদণ্ডের সঙ্গেই মোটা অঙ্কের আর্থিক জরিমানার (Fine) নির্দেশও দিয়েছেন বিচারক।
কী নির্দেশ:
চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তিহার জেলে (Tihar Jail) নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তার সঙ্গেই বিশেষ বিচারক (Special Judge) বিকাশ ধুল (Bikash Dhull) ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওম প্রকাশ চৌটালার ৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। ওম প্রকাশ চৌটালার আইনজীবী তাঁর মক্কেলের আত্মসমর্পণের জন্য ১০ দিন সময় চেয়েছিলেন, সে আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। আদালত জানিয়েছে, কীভাবে এত সম্পত্তি হল তার ঠিক প্রমাণ দেখাতে পারেননি অভিযুক্ত।
কোন মামলা?
১৯৯৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (Asset) তৈরির অভিযোগে মামলা চলছিল। বৃহস্পতিবার শুনানি চলাকালীন খোদ ওম প্রকাশ চৌটালা আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থার কথা চিন্তা করে কম শাস্তির আবেদন করেছিলেন। জন্ম থেকেই পোলিওতে (Polio) আক্রান্ত ওম প্রকাশ চৌটালা, এখন অসুস্থ। সেই কারণ দেখিয়ে শাস্তি কমানোর আবেদন করেছিলেন। যদিও সেই আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী অজয় গুপ্তা। সিবিআই সর্বোচ্চ শাস্তির অনুরোধ করেছিল। সিবিআইয়ের তরফে যুক্তি ছিল, এমন হলে সমাজের সর্বস্তরে একটি বার্তা যাবে।
ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের নেতা ওম প্রকাশ চৌটালা ছাড়াও তাঁর দুই ছেলের বিরুদ্ধেও চার্জশিট রয়েছে সিবিআইয়ের। ২০২১ সালেই জুলাই মাসে তিহার জেল থেকে ছাড়া পেয়েছিলেন চৌটালা। নিয়োগ সংক্রান্ত একটি গরমিলে জড়িত থাকার অভিযোগ তাঁকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল দিল্লির কোর্ট।
আরও পড়ুন: নদীতে গাড়ি, লাদাখে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৭ সেনার