Delhi Earthquake : কেঁপে উঠল রাজধানী, ফের ভূমিকম্প দিল্লিতে
Earth Quake : যার জেরে আফগানিস্তান, পাকিস্তান সহ উত্তর ভারতের বিস্তৃর্ণ অংশে অনুভূত হয়েছে ভূকম্পন।
নয়াদিল্লি : ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রাজধানী সন্নিহীত এলাকায় কম্পন অনুভূত হয়েছে সন্ধের দিকে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) জানাচ্ছে সন্ধে ৭ টা ৫৫ নাগাদ ভূমিকম্পটি হয়েছে। রিকটার স্কেলে যে ভূকম্পনের মাত্রা ছিল ৫.৯।
জানা যাচ্ছে, আফগানিস্তানের দক্ষিণে ফায়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল। যার জেরে আফগানিস্তান, পাকিস্তান সহ উত্তর ভারতের বিস্তৃর্ণ অংশে অনুভূত হয়েছে ভূকম্পন। দিল্লির একাধিক জায়গা ছাড়াও পঞ্জাব, চণ্ডীগড়েও অনুভূত হয় কম্পন। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর এক্ষেত্রে পাওয়া যায়নি।
Earthquake tremors felt in Delhi and adjacent areas. pic.twitter.com/vm0omiDObG
— ANI (@ANI) January 5, 2023
প্রসঙ্গত, দিল্লি ও সংলগ্ন এলাকায় একাধিকবার ভূকম্পন অনুভূত হয়েছে গত কয়েক বছরের মধ্যে। গত নভেম্বরে ফের ভূমিকম্প (Earthquake in Delhi) অনুভূত হয় দেশের রাজধানীতে। মূলত, দিল্লি-এনসিআর, নেপালে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৪। উৎস ছিল উত্তরাখণ্ডের পিথোরাগড়। ক্ষয়ক্ষতির খবর নেই। রাত ৮ টা নাগাদ, দিল্লি-সহ সংযুক্ত শহরের বাড়ি এবং অফিস থেকে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন মানুষ। গত বছরে বেশ কয়েকবারই দিল্লি ও সন্নিহীত এলাকায় ভূ-কম্পন অনুভূত হচ্ছে।
আরও পড়ুন- বেড়েছে ১.২৪ শতাংশ ভোটার, প্রকাশিত ২০২৩ সালে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা