Delhi Violence : হনুমানজয়ন্তীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ, গাড়ি ভাঙচুর-আগুন, দিল্লিজুড়ে হাই অ্যালার্ট
টনার পরই দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি। মোতায়েন করা হয়েছে র্যাফও। দিল্লি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ অমিত শাহর।
নয়াদিল্লি : হনুমানজয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষ্যে মিছিল ঘিরে দিল্লিতে ধুন্ধুমার। জাহাঙ্গিরপুরীতে (Jahangirpuri area) হনুমানজয়ন্তী উপলক্ষ্যে শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। দুই গোষ্টীর মধ্যে প্রবল মারপিটের খবরও মিলেছে। জাহাঙ্গিরপুরী এলাকায় একের পর এক গাড়ি ভাঙচুরের কবলে পড়ে। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে (cars burned)। এলাকায় পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মীও। ঘটনার পরই জাহাঙ্গিরপুরী এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী (Delhi Police)। আর এই ঘটনার পরই দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি। মোতায়েন করা হয়েছে র্যাফও (RAF)। দিল্লি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ অমিত শাহর। সবাইকে শান্ত থাকার আহ্বান দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal )। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানাল দিল্লি পুলিশ।
কী জানাচ্ছে দিল্লি পুলিশ
দিল্লি পুলিশের সিপি রাকেশ আস্থানা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। যেখানে ঘটনাটি ঘটেছিল, সেখানে বাড়তি পুলিশ ফোর্স নিয়োগ করা হয়েছে। দিল্লির বিভিন্ন সংবেদনশীল এলাকাতেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ঘটনায় দু'জন পুলিশকর্মী আহত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
Delhi | Heavy security deployed in the Jahangirpuri area after a clash between two groups. pic.twitter.com/srp5AZQuix
— ANI (@ANI) April 16, 2022
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বার্তা
ঘটনার খবর পেয়েই কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ করব। শান্তি বজায় রাখা ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতেও ছাড়েননি অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, দিল্লির পুলিশকর্তাদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। দিল্লি পুলিশকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
আরও পড়ুন- মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙল মদ্যপ, গ্রেফতার হামলাকারী