Dengue Patient Death: প্লাজমার বদলে লেবুর রস প্রয়োগ! মৃত্যু ডেঙ্গি আক্রান্তের
Uttarpradesh News: উত্তরপ্রদেশে উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই রাজ্য সরকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে।
প্রয়াগরাজ: প্লাজমার বদলে লেবুর রস প্রয়োগ। প্রয়াগরাজে মৃত্যু ডেঙ্গি আক্রান্তের। ঘটনায় তোলপাড় সোশাল মিডিয়া। দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। উত্তরপ্রদেশের একটি ভুয়ো ব্লাড ব্যাঙ্কের ভিডিও বলে সূত্রের খবর। এক সাংবাদিক ভিডিও সোশাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করেন। অভিযোগ, ডেঙ্গি রোগীর চিকিৎসায় প্লাজমা দেওয়ার বদলে দেওয়া হয় লেবুর রস। তাতেই বিপত্তি। ঘটনায় মৃত্যু হয় ওই চিকিৎসাধীন ব্যক্তির।
প্রয়াগরাজে মৃত্যু ডেঙ্গি আক্রান্তের: উত্তরপ্রদেশে উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই রাজ্য সরকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন,"ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত রিপোর্টও মিলবে। ঘটনায় দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'' বুধবার এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, পুরসভাগুলিকে ডেঙ্গি নিয়ে সতর্ক করেছে। একইসঙ্গে ডেঙ্গি প্রতিরোধের বিষয়টির দিকেও জোর দিতে বলেছে। আদালতের লখনউ বেঞ্চ স্বাস্থ্য পরিষেবা বাড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে।
পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু: দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো কাটল। দীপাবলি দোরগোড়ায়। কিন্তু ডেঙ্গির প্রকোপ দিন দিন বাড়ছে। এরাজ্যের সরকারি, বেসরকারি হাসপাতালে ক্রমাগত ভিড় বাড়ছে ডেঙ্গি আক্রান্তদের। আরও ভয়ঙ্কর ডেঙ্গির প্রকোপ। আলোর উত্সবের মুখেই আঁধার ৩ বাড়িতে। গত ২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। বেলেঘাটা, বরানগর ও দেগঙ্গার বাসিন্দা ওই ৩ জন। তিনজনের ডেথ সার্টিফিকেটেই ডেঙ্গির উল্লেখ।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৩৪ বছর বয়সের এক মহিলার বুধবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে।বেলেঘাটা অঞ্চলে কলকাতা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। বরানগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের এ কে মুখার্জি রোডের বাসিন্দা, ৬৪ বছরের ডোরা মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বাড়িতেই। ডেথ সার্টিফিকেটে অন্যান্য কারণের পাশাপাশি ডেঙ্গিরও উল্লেখ রয়েছে।পরিবার সূত্রে খবর, জ্বর নিয়ে তিনি বাড়িতেই ছিলেন। বুধবার আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি হয়ে মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় জঞ্জাল জমে থাকে। পরিষ্কার হয় না। শুধু ডেঙ্গির কারণেই মৃত্যু, মানতে নারাজ পুরসভা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, ৩৪ বছরের রেহেনা বিবি সোমবার জ্বরে আক্রান্ত হন বলে পরিবার সূত্রে খবর।বুধবার অবস্থার দ্রুত অবনিত হয়।বৃহস্পতিবার ভোরে বারাসাতের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: Seat Belt Rule: সিট বেল্ট না পরেই গাড়ির পিছনের সিটে বসে যাত্রী, ১০০০ টাকা জরিমানা পুলিশের