Droupadi Murmu: 'মাদকাসক্ত হয়ে জীবনকে ধ্বংস করতে দেবেন না', অনুরোধ রাষ্ট্রপতির
President of India: 'আপনি যদি কোনও ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে আপনার বন্ধু, পরিবার বা আশেপাশের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলুন'।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: 'যারা মাদকাসক্ত তাদের কাছে আমার অনুরোধ, আসক্তিকে আপনার জীবনকে ধ্বংস করতে দেবেন না'। নেশামুক্তির বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়, সেখানে দেখা গিয়েছে তিনি বলছেন, 'আপনি যদি কোনও ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে আপনার বন্ধু, পরিবার বা আশেপাশের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলুন। এমন কোনও সমস্যা নেই যা আপনি আপনার ইচ্ছাশক্তি দিয়ে অতিক্রম করতে পারবেন না'।
जो लोग नशे का सेवन करते हैं उनसे मेरा अनुरोध है कि नशे की लत को अपना जीवन बर्बाद करने मत दीजिए। अगर आप किसी तरह के तनाव में हैं तो अपने दोस्तों, अपने परिवार या अपने आस-पास के किसी व्यक्ति या संस्था से बात करें। कोई समस्या ऐसी नहीं होती है जिसका आप अपनी इच्छाशक्ति से सामना नहीं कर… pic.twitter.com/HNusXYqIge
— President of India (@rashtrapatibhvn) August 17, 2023
যাদবপুর, আইআইটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। ব়্যাগিং তত্ত্বের পাশাপাশি প্রকাশ্যে এসেছে নেশার ছবিও। ক্যাম্পাসজুড়ে চোখে পড়েছে অসংলগ্ন বহু চিত্র। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কীভাবে নেশার দ্রব্যের রমরমা সম্ভব হল সেই প্রশ্নও উঠেছে। আর ঠিক এমন সময়ে রাষ্ট্রপতির এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার একদিনের সফরে কলকাতায় আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকালেই কলকাতায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । আজ দিনভর তাঁর নানা কর্মসূচি ছিল । বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান রাজভবনে । সেখানে একটি মহিলা সংগঠনের অনুষ্ঠান উদ্বোধনের পর তাঁদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারেন তিনি । এরপর রাষ্ট্রপতি যান গার্ডেনরিচ শিপবিল্ডার্সে । ভারতীয় নৌবাহিনীর জাহাজ বিন্ধ্যগিরির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি । সেখান থেকেই সরাসরি বিমানবন্দরে ফেরেন রাষ্ট্রপতি। আজই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
এ বার ভারতীয় নৌসেনার হাতে এল আইএনএস বিন্ধ্যগিরি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার জলে নামল এই যুদ্ধজাহাজটি। এটি তৈরি করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স। এ দিন গার্ডেনরিচে গিয়ে জাহাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং নৌসেনা আধিকারিকরা।
আরও পড়ুন: Howrah News:নেশামুক্তি কেন্দ্রে রোগীকে পিটিয়ে খুনের অভিযোগে তীব্র আলোড়ন হাওড়ার দাশনগরে, ধৃত ৬