Dr Bhagwat Karad: বিমানে প্রবল অসুস্থ সহযাত্রী, দ্রুত চিকিৎসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী, দেখুন সেই ভিডিও
Dr Bhagwat Karad, Minister of State for Finance
তিনি প্রথমে একজন চিকিৎসক। তারপর রাজনীতিক। তারপর মন্ত্রী। ৭মতার কুর্সিতে বসে তিনি চিকিৎসক সত্ত্বা যে ভুলে যাননি, তা বুঝিয়ে দিলেন কেন্দ্রের অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী (Dr Bhagwat Karad, Minister of State for Finance) । আর তার জন্য তিনি প্রশংসা পেলেন প্রধানমন্ত্রীর থেকেও।
মঙ্গলবার মুম্বই থেকে দিল্লি যাচ্ছিলেন ডা. কারাদ। হঠাৎই তাঁর এক সহযাত্রী অসুস্থ হয়ে পড়েন। অস্থির হয়ে পড়েছিলেন ওই যাত্রী। দরদর করে গড়াচ্ছিল ঘাম। তৎক্ষণাৎ সিট ছেড়ে উঠে যান অর্থ প্রতিমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে গ্লুকোজ দেওয়ার ব্যবস্থা করেন। শারীরিক পরীক্ষা করেন। তারপর কিছুটা সুস্থ বোধ করেন তিনি।
সংবাদসংস্থা এএনআই ভিডিও পোস্ট করে এই ঘটনাটি তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিসভার সদস্যের ভূমিকায় গর্বিত হন। ডা. কারাদ জানান, "রোগীর প্রচুর ঘাম হচ্ছিল এবং তার রক্তচাপ কম ছিল। তারপর গ্লুকোজ দেওয়ায় তিনি সুস্থবোধ করেন। ''
Indigo এয়ারলাইনসের তরফে ঘটনাটির ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওটি রিট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, হৃদয় থেকে চিকিৎসক। দারুণ কাজ।
A doctor at heart, always!
— Narendra Modi (@narendramodi) November 16, 2021
Great gesture by my colleague @DrBhagwatKarad. https://t.co/VJIr5WajMH
মন্ত্রীর কাজের প্রশংসা করে, IndiGo টুইট করে, "ওই পরিস্থিতিতে তাঁর দায়িত্ব পালনের জন্য MoS-এর প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা! @DrBhagwatKarad একজন সহযাত্রীকে সাহায্য করার জন্য আপনার স্বেচ্ছায় এগিয়ে আসা সত্যিই অনুপ্রেরণাদায়ক।"
Our heartfelt gratitude and sincere appreciation towards MoS for ministering to his duties non-stop! @DrBhagwatKarad your voluntary support for helping out a fellow passenger is ever so inspiring. https://t.co/I0tWjNqJXi
— IndiGo (@IndiGo6E) November 16, 2021
মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সদস্য, ডাঃ কারাদ একজন সার্জন। তিনি ঔরঙ্গাবাদে একটি হাসপাতালের কর্ণধার এবং বেশ কয়েকটি চিকিৎসার সঙ্গে যুক্ত দায়িত্বে আছেন। তিনি ঔরঙ্গাবাদের মেয়র হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন :