Eid al-Fitr 2023: 'চাঁদ নজর আয়া', রাত পোহালেই দেশে খুশির ইদ
Eid al-Fitr: আগামীকাল অর্থাৎ শনিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। চাঁদ দেখতে পাওয়ায় এক মাস ধরে সিয়াম সাধনা শেষ হল। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের শুভেচ্ছা বিনিময়।
কলকাতা: বৃহস্পতিবার রাতেই সৌদির (Saudi Arabia) আকাশে দেখা গিয়েছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। সৌদি (Saudi Arabia) কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছিল আজ অর্থাৎ শুক্রবার থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হবে খুশির ইদ (Eid)। সৌদি আরবে ইদ উৎসবের একদিন পর অর্থাৎ আগামীকাল শনিবার ভারতসহ (India) ইন্দোনেশিয়া (Indonesia), মালয়েশিয়া (Malaysia), সিঙ্গাপুর (Singapore), অস্ট্রেলিয়া (Australia), জাপান (Japan), ব্রুনেইয়ে কাল ইদের চাঁদের দেখা মেলেনি। তাই এই জায়গাগুলোতেও শনিবারই পালিত হবে ইদ-উল-ফিতর। সাধারণভাবে সৌদিতে ইদ-উল-ফিতর (Eid al-Fitr 2023) যেদিন পালিত হয়, তার একদিন পরেই ভারতে খুশির ইদ পালিত হয়।
আগামীকাল অর্থাৎ শনিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। চাঁদ দেখতে পাওয়ায় এক মাস ধরে সিয়াম সাধনা শেষ হল। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের শুভেচ্ছা বিনিময়। কালকের দিনটি শুরু হবে ঈদের নামাজ দিয়ে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার ইদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জায়গায় ঈদ উদ্যাপন করা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের তরফে শুক্রবার ইদ উৎসবের ঘোষণার পর স্কুল, কলেজ, অফিসে ছুটিও ঘোষণা করা হয়েছে। আজ ২১ এপ্রিল থেকে শুরু করে আগামী ২৫ এপ্রিল, চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে বলে ইতিমধ্যে ফুরফরা শরিফের তরফেও ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৪৪ হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে সেখানেও শনিবার ২২ এপ্রিল সারাদেশে পবিত্র ইদ-উল-ফিতর (Eid al-Fitr 2023) পালিত হবে।শুক্রবার বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানানো হয়েছিল,বাংলাদেশে শুক্রবার চাঁদ দেখা না গেলে শনিবার নয়, ৩০ দিন রোজা শেষে রবিবারই ইদ উৎসব পালিত হবে। তবে বাংলাদেশে আজই চাঁদ দেখা গিয়েছে। ফলে হিসাব মতো ভারতের সঙ্গে বাংলাদেশেও কালই পালিত হবে পবিত্র ইদ (Eid al-Fitr 2023)।
ইদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। কাজেই সাধারণত ইদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় দিন নিশ্চিত হওয়ার জন্য।
আরও পড়ুন: Jibankrishna Saha Update: স্কুলে উপস্থিতি বরাবরই অনিয়মিত, কেমন ছিল ধৃত তৃণমূল বিধায়কের শিক্ষক জীবন?