Election 2022 Dates: ৫ রাজ্যে ভোটে প্রতি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি বুথের দায়িত্বে মহিলারা
Election 2022 Schedule Announced: উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হবে সাত দফায়। প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি। শেষ দফার ভোট ৭ মার্চ। ভোট গণনা ১০ মার্চ। আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হল।
নয়াদিল্লি: দেশজুড়ে করোনাভাইরাস, ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যে ভোট হবে সাত দফায়। প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি। শেষ দফার ভোট ৭ মার্চ। ভোট গণনা ১০ মার্চ।
আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি বুথের দায়িত্বে থাকবেন মহিলারা। মহিলা ভোটারদের উৎসাহ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি বুথের দায়িত্ব থাকবে সম্পূর্ণভাবে মহিলাদের। তবে আমাদের আধিকারিকরা তার চেয়ে বেশি বুথই চিহ্নিত করেছেন। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ৬৯০টি বুথ আছে। আমরা মহিলা পরিচালিত ১,৬২০টি বুথের ব্যবস্থা করছি।’
মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, ‘পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে মোট ভোটার ১৩ কোটিরও বেশি। প্রতিটি রাজ্যেই মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। এটা স্বাস্থ্যকর লক্ষণ। প্রতিটি রাজ্যেই লিঙ্গসমতা বৃদ্ধি পেয়েছে। উত্তরপ্রদেশ সহ পাঁচটি রাজ্যে প্রথমবার ভোট দেবেন ২৪.৯ লক্ষ ভোটার।’
উত্তরপ্রদেশে ৪০৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। পঞ্জাবে ১১৭টি বিধানসভা আসনে ভোট হবে। উত্তরাখণ্ডে ৭০, মণিপুরে ৬০ এবং গোয়ায় ৪০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। উত্তরপ্রদেশে সাত দফার প্রতিটিতেই ভোটগ্রহণ চলবে। ভোট হবে ১০ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ ও ৭ মার্চ। পঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ডে ভোট হবে ১৪ ফেব্রুয়ারি। মণিপুরে দু’দফায় ভোট হবে। প্রথম দফার ভোট ২৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার ভোট ৩ মার্চ।
দেশজুড়ে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের মধ্যেই পাঁচ রাজ্যে ভোট হতে চলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিশেষজ্ঞ এবং পাঁচ রাজ্যের স্বাস্থ্যসচিবদের সঙ্গে আলোচনার পরেই ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।