EPFO Update: ২২.৫ কোটি গ্রাহকের PF অ্যাকাউন্টে জমা পড়েছে সুদের টাকা, আপনি পেয়েছেন কি? কীভাবে দেখবেন?
মেসেজ, মিসড কল পরিষেবা, উমাঙ্গ অ্যাপ এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পোর্টালের মাধ্যমে নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স দেখতে পারবেন গ্রাহকরা।
নয়াদিল্লি: প্রায় ২২.৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সোমবার টুইটারে ইপিএফও-র তরফে জানানো হয়েছে, ‘২০২০-২১ অর্থবর্ষের জন্য ৮.৫ শতাংশ হারে ২২.৫৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া হয়েছে।’
মেসেজ, মিসড কল পরিষেবা, উমাঙ্গ অ্যাপ এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পোর্টালের মাধ্যমে নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স দেখতে পারবেন গ্রাহকরা।
ইপিএফও পোর্টাল (EPFO portal)-এর মাধ্য়মে কীভাবে দেখবেন
প্রথমে ইপিএফওয়ের সদস্য পোর্টালে (EPFO Members Portal) রেজিস্টার করতে হবে। তারপর নিজের UAN এবং Password ব্যবহার করে passbook.epfindia.gov.in/MemberPassBook/Login থেকে লগ-ইন করতে হবে। সেখান থেকে নিজের পাসবুক দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদ এসেছে কিনা দেখা যাবে সেখানে থেকেই।
UMANG App-এ কীভাবে EPF balance দেখবেন
প্রথমে MANG App-টি খুলুন। EPFO অপশনে ক্লিক করুন এরপর Employee Centric Services-এ ক্লিক করুন।
View Passbook অপশনে ক্লিক করুন। UAN number and password দিন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP পাবেন। এর পর EPF balance-এ আপনি আপনার ব্যলেন্স দেখতে পাবেন।
SMS-এর সাহায্যে কীভাবে EPF ব্যালেন্স দেখবেন
SMS-এর জন্য় আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে 7738299899-এ ‘EPFOHO UAN’লিখে মেসেজ করতে হবে।
মিসড কলের মাধ্যমে কীভাবে EPF ব্যালেন্স দেখবেন
EPFO গ্রাহকরা রেজিস্টার মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে একটি মিসড কল দিয়ে PF-এর বিশদ বিবরণ জানতে পারেন।
22.55 crore accounts have been credited with an interest of 8.50% for the FY 2020-21. @LabourMinistry @esichq @PIB_India @byadavbjp @Rameswar_Teli
— EPFO (@socialepfo) December 6, 2021
উল্লেখ্য, প্রিমিয়াম না দিয়েই পাবেন ৭ লাখের বিমার সুবিধা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(EPFO)এর কর্মীদের জন্য রয়েছে এই বেনিফিট। Employees’ Deposit Linked Insurance (EDLI) স্কিমের অধীনে পাওয়া যাবে এই বিমার টাকা। সম্প্রতি ট্যুইটারে সংগঠনের কর্মীদের জন্য একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।সেখানেই দেওয়া হয়েছে যাবতীয় বিবরণ।
EPFO Benefits: বেতনভোগী কর্মীদের পরিবারের জন্য সুখবর। কিছু না করেই EPFO থেকে পেতে পারেন ৭ লক্ষ টাকা। অনেক ক্ষেত্রে সরকার ঘোষণা করলেও তার খবর এসে পৌঁছয় না সবার কানে। সেই কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যান আমজনতা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সেই খবর আপনার কাছে পৌছব আমরা।
EDLI scheme benefits: ট্যুইটারে বলা হয়েছে, আপনার যদি Employees Provident Fund Organization (EPFO)-তে অ্যাকাউন্ট থাকে তবে পেতে পারেন এই সুবিধা। এর জন্য আলাদা কিছু করতে হবে না আপনাকে। কেবল অ্যাকাউন্ট থাকার জন্য ৭ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ইপিএফও সদস্য। মৃত্যুর পর EPFO সদস্যদের নমিনি দাবি করতে পারেন এই টাকা। তবে কেবল সরকারি কর্মচারীরাই নন বেসরকারি কর্মীরাও এই ইনস্যুরেন্স কভার পেতে পারেন।