Amit Khare : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত প্রাক্তন উচ্চশিক্ষা সচিব অমিত খারে
গত মাসেই তিনি আইএএস হিসেবে অবসর নিয়েছিলেন। মঙ্গলবার তাঁকে চুক্তির ভিত্তিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়...
নয়া দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন অমিত খারে। গত মাসেই তিনি আইএএস হিসেবে অবসর নিয়েছিলেন। মঙ্গলবার তাঁকে চুক্তির ভিত্তিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। উচ্চশিক্ষা সচিব হিসেবে কাজ করেছেন তিনি।
১৯৮৫-র ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস অমিত খারে নতুন জাতীয় শিক্ষানীতির রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে, কেন্দ্রীয় সরকারের সচিব পদমর্যাদা ও বেতনের সুবিধা উপভোগ করবেন তিনি। চুক্তির ভিত্তিতে আপাতত দুই বছরের জন্য বা পরবর্তী নির্দেশিকা আসা পর্যন্ত ওই পদে বহাল থাকবেন তিনি।
আমেদাবাদ আইআইএম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন খারে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে তিনি উচ্চশিক্ষা সচিবের দায়িত্ব গ্রহণ করেন । ২০১৮ সালের মে মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে তিনি তথ্য ও সম্প্রচার সচিব হিসেবে কাজ করেছিলেন। তথ্য প্রযুক্তি আইন, ২০২১ ইস্যু হয় তাঁর সময়কালে।
১৯৯৫-৯৭ সালে পশ্চিম সিংভূমের(চাইবাসা) ডেপুটি কমিশনার ছিলেন তিনি। অবিভক্ত বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি প্রকাশ্যে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অমিত খারে। সেন্ট স্টিফেন্স কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন তিনি। রাঁচি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ঝাড়খণ্ডের ডেভেলপমেন্ট কমিশনার ছিলেন খারে।
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে ৩৪ বছর পর জাতীয় শিক্ষানীতিতে বদল আনা হয়। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বদলে ফিরছে শিক্ষামন্ত্রক। নতুন জাতীয় শিক্ষানীতিতে ‘গুরুত্বহীন’ মাধ্যমিক। স্নাতকে অনার্স কোর্স ৪ বছর পর্যন্ত। ১ অথবা ২ বছরে স্নাতকোত্তরের সংস্থান। নতুন শিক্ষানীতিতে উঠছে এম ফিল। পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষার কথা বলা হয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষায় ঐচ্ছিক। নতুন শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ২০২৫-এর মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে। নতুন শিক্ষানীতিতে উচ্চশিক্ষা ক্ষেত্রে এখন থেকে পড়ুয়াদের আরও সুযোগ। উচ্চশিক্ষার তত্ত্বাবধানে একটিই নিয়ন্ত্রক সংস্থা। দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার প্রস্তাব। পদার্থবিদ্যা নিয়ে পড়লেও, থাকতে পারে সঙ্গীত । পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়লেও, ফ্যাশন ডিজাইনিং পড়ার সুযোগ।