Cyrus Mistry Demise: ডিভাইডারে ধাক্কা, ভেঙে চুরমার মার্সিডিজ, দুর্ঘটনায় মৃত্যু টাটার প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির
Cyrus Mistry Death:আমদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। সেই সময় জাতীয় সড়কে চাটোরি সেতুর কাছে দুর্ঘটনায় পড়ে তাঁর গাড়ি।
মুম্বই: পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গ্রুপের (TATA Group) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। মুম্বইয়ের পালঘরে দুর্ঘটনায় মৃত্যু সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry)। মুম্বইয়ে জন্ম শিল্পপতি সাইরাস মিস্ত্রির। ভারতীয় কোটিপতি শিল্পপতি পালোনজি মিস্ত্রির ছোট ছেলে সাইরাস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর (Cyrus Mistry Demise)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। সেই সময় দুপুর সওয়া ৩টে নাগাদ গুজরাত-মহারাষ্ট্র সীমান্তের কাছে, পালঘরে জাতীয় সড়কে চাটোরি সেতুর কাছে দুর্ঘটনায় পড়ে তাঁর গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। তাতেই মৃত্যু হয়েছে সাইরাসের। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে গাড়িটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ভিতরের অবস্থাও প্রায় লন্ডভন্ড। গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে বলে জানা গিয়েছে।
Businessman Cyrus Mistry died in a road accident on the Surya River Charoti bridge on the Mumbai Ahmedabad National Highway. #BREAKING #CyrusMistry pic.twitter.com/fNODYnRR5r
— Siddhant Mishra (@siddhantvm) September 4, 2022
দুর্ঘটনার সময় গাড়িতে মোট চার জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। কাসা এলাকায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর জখম দুই জনকে। গাড়ির চালকও গুরুতর জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন চালক। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় দুই জনের। সাইরাস ছাড়াও জাহাঙ্গির দিনশা পান্ডোলে নামের অন্য আর এক জন দুর্ঘটনায় মারা গিয়েছেন। আহত দুই জনকে আনাইতা পন্ডোলে এবং দরিয়স পান্ডোলে বলে শনাক্ত করা গিয়েছে। আনাইতাই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
২০১২ সালের ডিসেম্বর মাসে টাটা গোষ্ঠীর কর্ণধার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইরাস। রতন টাটার জায়গায় কার্যতই উত্তরাধিকার যায় শাপুরজি পালোনজি গোষ্ঠীর কর্ণধার, পারোনজি মিস্ত্রির ছোট ছেলে সাইরাসের হাতে। তার আগে টাটায় ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি। প্রায় এক বছর রতন টাটা নিজে তাঁকে সংস্থা পরিচালনা সংক্রান্ত খুঁটিনাটি কাজ শিখিয়েছিলেন।
সাইরাসের আগে বরাবর টাটাদের হাতেই টাটা গোষ্ঠীর দায়িত্ব থেকেছে। একমাত্র ব্যাতিক্রম ছিলেন নৌরজি সাকলাতওয়ালা, যাঁর পদবী টাটা ছিল না। তবে সম্পর্কে জামশেদজি নওরোজির ভাগ্নে ছিলেন তিনি। তবে পারিবাবিক ভাবে সাইরাসও টাটাদের ঘনিষ্ঠ। সাইরাসের বোনের স্বামী নোয়েল টাটা। তার পরও মাত্র চার বছরই টাটায় সাইরাস জমানা স্থায়ী হয়। তাঁর পর ফের ক্ষমতায় ফেরেন রতন টাটা।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজ অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সাইরাস। ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন লন্ডন বিজনেস স্কুল থেকে। ১৯৯১-এ শাপুরজি পালোনজি গোষ্ঠীতে যোগ দেওয়ার পর আরও বাড়িয়েছেন ব্যবসা। টাটা সন্সের পর্ষদেও শামিল ছিলেন তিনি।