Mulayam Singh Critical: জীবনদায়ী ওষুধই ভরসা, কোনও উন্নতি নেই, এখনও সঙ্কটজনক মুলায়ম সিংহ, জানাল হাসপাতাল
Uttar Pradesh: এর আগে, চলতি বছরই জুলাই মাসে মারা যান মুলায়মের স্ত্রী সাধনা গুপ্ত। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাঁর।
চণ্ডীগড়: এখনও সঙ্কটজনক অবস্থা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির (Samajwadi Party) কুলপতি মুলায়ম সিংহ যাদবের (Mulayam Singh)। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানাল হরিয়ানার হাসপাতাল (Haryana)। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনও ইনটেনসিভ কেয়ার ইউনিটেই রয়েছেন মুলায়ম। জীবনদায়ী ঔষধ দেওয়া হচ্ছে তাঁকে। তবে অবস্থা এখনও সঙ্কটজনকই। কোনও উন্নতি হয়নি (Mulayam Singh Critical)।
সমাজবাদী পার্টির কুলপতি মুলায়মকে রাখা হয়েছে আইসিইউ-তে
৮২ বছর বয়সি মুলায়মকে সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার পরিস্থিতির অবনতি হলে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। সেখানে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না মুলায়মের। তার জন্য অগাস্ট মাস থেকেই চিকিৎসা চলছিল তাঁর।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম, তিন-তিন বার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে দায়িত্ব সামলেছেন। কেন্দ্রের পূর্বতন ইউনাইটেড ফ্রন্ট সরকারের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক মুলায়ম উত্তরপ্রদেশ থেকে ১০ বার বিধায়ক নির্বাচিত হন। বর্তমানে মইনপুরি কেন্দ্রের লোকসভা সাংসদ তিনি। সবমিলিয়ে সাতবারের সাংসদ মুলায়ম। রক্তচাপজনিত সমস্যা দেখা দেয় সম্প্রতি। শ্বাসকষ্টেও ভুগছিলেন। তার পরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
এর আগে, চলতি বছরই জুলাই মাসে মারা যান মুলায়মের স্ত্রী সাধনা গুপ্ত। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাঁর। তার পরই মুলায়মের স্বাস্থ্যের অবনতি হওয়ায় উদ্বিগ্ন সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকরা। মুলায়মের আরোগ্য কামনায় লাগাতার হোম-যজ্ঞ করে চলেছেন সকলে। মুলায়মকে ফিরিয়ে আনতে তাঁর ছেলে অখিলেশ যাদবের কাছে কাতর আর্তি জানাচ্ছেন সকলে।
আরোগ্য কামনায় হোম-যজ্ঞ করচেন দলের কর্মী-সমর্থকরা
মুলায়মকে দেখতে এ দিন হাসপাতালে যান হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও। হাসপাতালের বাইরে জ়ড়ো হয়েছেন সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকেরা। তাতে মুলায়মের ভাই তথা দলের নেতা রামগোপাল যাদব একটি নির্দেশিকাও জারি করেছেন। কাউকে আইসিইউ-তে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করেছেন তিনি। মুলায়মের ছেলে অখিলেশই (Akhilesh Yadav) এই মুহূর্তে দলের যাবতীয় কাজকর্ম সামলাচ্ছেন। কর্মী-সমর্থকরা চাইলে সকাল ১০টার আগে তাঁর সঙ্গে দেখা করতে পারেন বলে জানিয়েছে রামগোপাল।