India's 100 Richest 2022: হার মানবে রকেটের গতিও, ছাপিয়ে গেলেন মুকেশ আম্বানিকে, দেশের ধনীতম শিল্পপতি গৌতম আদানি
Gautam Adani: তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫ হাজার কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ লক্ষ কোটি টাকা।
নয়াদিল্লি: রকেটের গতির সঙ্গে তুলনা করলেও কম হয় বলে কাটাছেঁড়া চলছেই। তবে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) উত্থান অব্যাহতই। রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পিছনে ফেলে এ বার ভারতের ধনীতম শিল্পপতি বিবেচিত হলেন তিনি (India's 100 Richest 2022)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫ হাজার কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ লক্ষ কোটি টাকা। সেই তুলনায় মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮৮০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭২ হাজার কোটি টাকা। তাতে তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এলেন তিনি।
ভারতের ধনীতম ব্যক্তি হলেন গৌতম আদানি
আন্তর্জাতিক ফোর্বস ম্যাগাজিন ২০২২ সালের ধনীতম ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে একেবারে শীর্ষে রয়েছেন আদানি। দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ। তৃতীয় স্থানে রয়েছেন রাধাকৃষ্ণ দমানি অ্যান্ড ফ্যামিলি। এ ছাড়াও তালিকায় যথাক্রমে রয়েছেন, সাইরাস পুনাওয়ালাস শিব নাদর, সাবিত্রী জিন্দল অ্যান্ড ফ্যামিলি, দিলীপ সাঙভি অ্যান্ড ফ্য়ামিলি, হিন্দুজা বন্ধু, কুমার মঙ্গলম বিড়লা এবং বজাজ ফ্যামিলি।
তালিকায় প্রথম দশে যাঁরা রয়েছেন, তাঁদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ৮০ হাজার কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৬ লক্ষ কোটি টাকা। ভারতের অর্থনীতির থেকে তাঁদের সম্পত্তি প্রায় ২২ গুণ বেশি।
আরও পড়ুন: Himachal Pradesh Election 2022: গুজরাতকে গুরুত্ব দিতে গিয়েই কাল হল! আশা জাগিয়েও হিমাচলে ব্যাকফুটে আপ
ফোর্বসের এ বছরের তালিকায় বেশ কিছু রদবদলও চোখে পড়েছে। সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন সাবিত্রী জিন্দল। প্রথম দশে ঢুকে পড়েছে হিন্দুজা গ্রুপ। গত বছর তালিকায় অষ্টম স্থানে ছিলেন উদয় কোটাক। এ বছর দ্বাদশতম স্থানে নেমে গিয়েছেন তিনি।
মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ধনী তালিকার শীর্ষে গৌতম আদানি
এ বছরই প্রথম বার ফোর্বসের ধনী তালিকায় প্রবেশ ঘটেছে অনলাইন প্রসাধনী বিক্রি সংস্থা নাইকা-র সিইও ফাল্গুনী নায়ারের। তালিকায় ৪৪তম স্থানে রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সংস্থা আইপিও হিসেবে আত্মপ্রকাশ করে। তার পর থেকে লাগাতার ফাল্গুনীর সম্পত্তি বেড়েছে। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪০ কোটি ডলার। জামা-কাপড় ব্যবসায়ী রবি মোদি তালিকতায় ৫০তম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৭৫ কোটি ডলার।