Goa Election 2022: তৃণমূলে যোগদানের কিছু দিনের মধ্যেই ইস্তফা লোরেনকোর, ফিরছেন কংগ্রেসে?
Goa Assembly Election 2022:গতকাল রবিবার কোনও কারণ না দেখিয়েই তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন রেজিনাল্ডো। দল ছাড়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানান তিনি।
Goa Election 2022: কয়েক সপ্তাহ আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেনকো। গোয়ায় ভোটের আগে রাজ্যের প্রাক্তন কার্যনির্বাহী সদস্যের দলত্যাগে ধাক্কা খেয়েছিল কংগ্রেস। কিন্তু কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত বদলে তৃণমূল ছাড়লেন তিনি। এই সিদ্ধান্তের জন্য কোনও কারণ জানাননি রেজিনাল্ডো। সোমবার তিনি ইঙ্গিত দিয়েছেন যে, পুরানো দলেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর। গোয়ার বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে যোগ দানের সিদ্ধান্ত সংক্রান্ত ভুলের জন্য নিজের সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছে ক্ষমা চেয়েছেন রেজিনাল্ডো। এদিন সাংবাদিক বৈঠকে রেজিনাল্ডো বলেছেন, যখন আমি তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন তাতে ঘনিষ্ঠ বন্ধুই হোক, বা শুভানুধ্যায়ী, আমার সমর্থক ও আমার পরিবার আঘাত করেছিল। মানুষের স্বার্থে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমাকে তৃণমূলে যোগ দিয়ে নতুন ভোরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
রেজিনাল্ডো বলেছেন, তাঁর সমর্থকদের আশঙ্কা হয় যে, তিনি তৃণমূলে যোগ দেওয়ায় বাইরের দলকে আমন্ত্রণ জানানো হবে এবং এতে বিজেপি-বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। উল্লেখ্য, গত ডিসেম্বরেই কার্টোরিমের বিধায়ক পদে ইস্তফা দিয়ে রেজিনাল্ডো কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের গোয়া কার্যনির্বাহী সভাপতির পদ ও কংগ্রেসের প্রাথমিক সদস্য পদেও ইস্তফা দিয়েছিলেন তিনি।
গতকাল রবিবার কোনও কারণ না দেখিয়েই তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন রেজিনাল্ডো। দল ছাড়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানান তিনি। সোমবার রেজিনাল্ডো বলেছেন, তৃণমূল যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তাঁর সেই আগের মতোই থাকা উচিত ছিল, যা দেখে মানুষ ভরসা করতেন।
কার্টোরিম বিধানসভা আসন থেকে দুইবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন লোরেনকো। সম্প্রতি তাঁকে গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়েছিল।
উল্লেখ্য, ৩ দিনের সফরে ফের গোয়ায় গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল গোয়ায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। আজই তৃণমূলের প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৮টি আসন ছাড়ছে তৃণমূল, গোয়ায় বাকি ৩২টি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। এমনই খবর সূত্রের।