Covid Advisory : উৎসবের মরসুমে অনলাইন শপিং করুন, যত্রতত্র যাতায়াত নয় ; কোভিড-উপদেশাবলী জারি কেন্দ্রের
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েছে...
নয়া দিল্লি : উৎসবের মরসুমে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। সব রাজ্যে যাতে করোনা সংক্রমণ-রোধী বিধি-নিষেধ মেনে চলা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার এই মর্মে একটি উপদেশাবলী জারি করা হয় কেন্দ্রের তরফে। তাতে অনলাইন শপিংয়ের ওপর জোর দিতে বলা হয়। প্রয়োজন ছাড়া এদিক-ওদিক যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন ; দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬,৩২৩, অনেকটাই বাড়ল মৃতের সংখ্যা
কেন্দ্রের তরফে যে উপদেশাবলী দেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে-
- উৎসবের মরসুমে অনলাইন শপিং করুন। অযথা এদিক ওদিক যাতায়াত করবেন না।
- উৎসবে আনন্দ করার সময় অবশ্যই কোভিড গাইডলাইন মেনে চলুন।
- যেসব জায়গায় ৫ শতাংশের বেশি টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে, সেইসব কন্টেনমেন্ট জোন ও জেলায় জমায়েত করবেন না।
- রাজ্য সরকারের উচিত আগাম নির্দেশিকা জারি করা।
- মল, স্থানীয় বাজার ও পুজোর জায়গায় কঠোরভাবে বিধি-নিষেধ মেনে চলতে হবে।
- কোভিড ম্যানেজমেন্টের ৫দিক মেনে চলুন- টেস্ট, ট্র্যাক, ট্রিট, ভ্যাকসিনেট ও কোভিড-বিহেভিয়ার।
- জেলা প্রশাসনকে কড়া নজরদারি চালাতে হবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১৬ হাজার ৩২৩। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ১৫ হাজার ৭৮৬। গত একদিনে করোনায় মৃতের সংখ্যা অনেকটাই বেড়ে হয়েছে ৬৬৬। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ২৩১। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৭ হাজার ৬৭৭। সবমিলিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ১২৬।