Captain Varun Singh Death : শেষ হল ৭ দিনের লড়াই, প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ
Captain Varun Singh Death : গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের প্রয়াণে শোকাহত, ট্যুইট প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : শেষ হল ৭ দিনের লড়াই, প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ (Group Captain Varun Singh) । জেনারেল রাওয়াতের (CDS Rawat) কপ্টার দুর্ঘটনায় ( TamilNadu Chopper Crash)আগেই মৃত্যু হয়েছিল ১৩ জনের । এবার বেঙ্গালুরুর হাসপাতালে প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।
৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে জেনারেল রাওয়াতের কপ্টার । ওই দিনই জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয় । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের প্রয়াণে শোকাহত, ট্যুইট প্রধানমন্ত্রীর>
আরও পড়ুন :
বিপিন রাওয়াতের মৃত্যুতে উল্লাসের প্রতিবাদ, সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগের ঘোষণা কেরলের চিত্র পরিচালক আলি আকবরের
একসময় মাঝ আকাশে বিগড়ে যাওয়া বিমান ল্যান্ডিং করিয়েছিলেন অনায়াসে বরুণ! কিন্তু, ভাগ্য এবার সেই সুযোগ যেয়নি। ল্যান্ডিংয়ের কিছুক্ষণ আগে হঠাৎই বায়ুসেনার নির্ভরযোগ্য Mi-17 v5 কপ্টার সটান গিয়ে আছড়ে পড়ে নীলগিরির বুকে!
যে ঘটনা প্রাণ কেড়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় বরাত জোরে একমাত্র রক্ষা পেয়েছেন গ্রুপ ক্যাপটেন বরুণ সিংহ।
শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক। তবু লড়ে যাচ্ছেন বরুণ। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তামিলনাড়ুর ওয়েলিংটন থেকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে। বুধবার সুলুর এয়ারবেসে সস্ত্রীক জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপটেন বরুণ সিংহ। দায়িত্ব ছিল, জেনারেল রাওয়াতকে কলেজের অনুষ্ঠানে পৌঁছে দেওয়া। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজেরই
ডাইরেক্টিং স্টাফ হিসেবে কর্মরত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং । কিন্তু ওয়েলিংটনে পৌঁছনোর আগেই ভয়াবহ কপ্টার ক্র্যাশ!! একমাত্র জীবিত উদ্ধার করা হয় বরুণ-কে। আদতে উত্তরপ্রদেশের দেওরিয়ার রুদ্রপুরের বাসিন্দা বরুণরা। বাবা কর্নেল কে পি সিং অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। বরুণের ভাই তনুজ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার। আগাগোড়াই ডাকাবুকো গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।
২০২০-র ১২ অক্টোবরে বায়ুসেনার তেজস বিমান ওড়াবার সময়, সেটি হঠাৎ অকেজো হয়ে যায় মাঝ আকাশে। প্রায় ১০ হাজার ফুট উচ্চতা থেকে ধীরে ধীরে সেই বিমানকে নীচে নামিয়ে নিয়ে আসেন বরুণ। আর এই অসমসাহসিকতার জন্য গত অগস্ট মাসে, স্বাধীনতা দিবসে শৌর্যচক্রে সম্মানিত করা হয় গ্রুপ ক্যাপটেন বরুণ সিংহকে।























