Gujarat Elections 2022: "কীসের ভিত্তিতে গুজরাতে ভোট চাইবে কংগ্রেস ?", মেধা পাটকরের পদযাত্রা প্রসঙ্গে খোঁচা মোদির
Medha Patkar Joins Rahul In Bharat Jodo Yatra : মহারাষ্ট্রে 'ভারত জোড়া যাত্রা'-য় রাহুলের সঙ্গে যোগ দেন মেধা পাটকর
নয়া দিল্লি : 'কীসের ভিত্তিতে গুজরাতে ভোট চাইছে কংগ্রেস ?' রবিবার নির্বাচনী প্রচারে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মহারাষ্ট্রে 'ভারত জোড়া যাত্রা'-য় (Bharat Jodo Yatra) রাহুলের সঙ্গে যোগ দেন মেধা পাটকর। সেই প্রসঙ্গ তুলে ধরেন মোদি। মোদি নর্মদা বাঁচাও আন্দোলন কর্মী মেধা পাটকরের নাম না করে অভিযোগ করেন, উনি তিন দশক ধরে নর্মদা বাঁধ প্রকল্পে থমকে রেখেছেন।
রবিবার গুজরাতের রাজকোট জেলার ধোরাজি শহরে এক সভায় বক্তব্য রাখেন মোদি। তাঁর বক্তব্য, নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মাণে দেরি হচ্ছে কারণ অনেকেই এটাকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করছেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ওই সভায় মোদি বলেন, কছ ও কাথিয়াওয়াড়ের (সৌরাষ্ট্র) মতো খরাপ্রবণ এলাকার মানুষের তৃষ্ণা মেটানোর একমাত্র পথ নর্মদা প্রকল্প। গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন, কীভাবে একজন কংগ্রেস নেতা এক মহিলার সঙ্গে পদযাত্রা করছেন। যিনি নর্মদা-বিরোধী কর্মী। উনি এবং আরও কয়েকজন আইনি জটিলতা সৃষ্টি করে তিন দশক ধরে ওই প্রকল্প থমকে রেখেছেন।
কংগ্রেসকে একহাত-
তিনি আরও বলেন, এই সমাজকর্মীরা শুধুমাত্র এই কারণেই প্রতিবাদ করেছেন যাতে জল এখানে না পৌঁছয়। শুধু তা-ই নয় মোদি এও অভিযোগ করেন যে, ওই সমাজকর্মীরা গুজরাতকে এমন বদনাম করেছেন যে বিশ্ব ব্যাঙ্কও এই প্রকল্পের জন্য ফান্ড দিতে অস্বীকার করেছে। তাই যখন কংগ্রেসের নেতারা আপনাদের কাছে ভোট চাইতে আসবেন, তখন আপনারা জানতে চান কোন নৈতিকতার উপর ভিত্তি করে তাঁরা ভোট চাইছেন। যখন তাঁদের দলের নেতা এমন একজন মহিলার সঙ্গে পদযাত্রা করছেন, যিনি নর্মদা প্রকল্পের বিরুদ্ধে।
মোদি দাবি করেন, গত ২০ বছর ধরে জলের ঘাটতির সমস্যা মেটানোর চেষ্টা করছে বিজেপি। চেক ড্যাম তৈরি করে, নতুন কুয়ো ও হ্রদ খুঁড়ে। এমনকী পাইপ লাইনের মাধ্যমে জলের জোগান দিয়ে।
তিনি বলেন, আজ গোটা কছ ও কাথিয়াওয়াড় এই পাইপলাইনের মাধ্যমে জল পাচ্ছে। আমরা সমস্যার স্থায়ী সমাধান করায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে, জল ও বিদ্যুই উন্নয়নের জন্য প্রয়োজন। কিন্তু, কংগ্রেস সরকার শুধুমাত্র হ্যান্ড পাম্প বসানোয় বিশ্বাসী ছিল।
আরও পড়ুন ; নিজের ঘরে ভোটপ্রচারে মোদি, পুজো দিলেন সোমনাথ মন্দিরে