Bank Holidays in November: চলতি সপ্তাহে ৪ দিন ব্যাঙ্ক বন্ধ, এই রাজ্যগুলিতে বন্ধ থাকবে শাখা
Guru Nanak Jayanti 2022 Holiday: চলতি সপ্তাহে ব্যাঙ্কে কাজ থাকলে আগে দেখে নিন এই তালিকা। অন্যথায় ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হবে।
Guru Nanak Jayanti 2022 Holiday: চলতি সপ্তাহে ব্যাঙ্কে কাজ থাকলে আগে দেখে নিন এই তালিকা। অন্যথায় ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হবে। কারণ নভেম্বরে ব্যাঙ্কের কর্মচারীরা মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন। যার মধ্যে ৮ নভেম্বর, গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ অনেক রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে।
Bank Holidays in November: গুরু নানক জয়ন্তীর ছুটি
চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মচারীরা। উৎসবের মরসুমকে সামনে রেখে চলতি সপ্তাহে মোট ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ ৮ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে দেশের অধিকাংশ স্থানে ব্যাঙ্ক ছুটি থাকবে।
Bank Holidays in November: এই সপ্তাহে ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
আরবিআইয়ের ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক হলিডে লিস্টের তালিকা প্রতি মাসে প্রকাশিত হয়। যাতে সারা মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া থাকে। ব্যাঙ্ক ছুটির কারণে আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে আপনি আপনার কাজটি আগে থেকেই পরিকল্পনা করতে পারেন। ৮ তারিখের পর ১১, ১২ ও ১৩ নভেম্বরও ব্যাঙ্ক ছুটি থাকবে। যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, তাহলে ১ দিন আগেই তা মিটিয়ে নিতে পারেন। এছাড়াও, আপনি নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কাজ করতে পারেন।
Bank Holidays in November: ৮ নভেম্বর - গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাহস পূর্ণিমা/ভাঙ্গালা উৎসব - আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কোচি,
পানাজি, পাটনা, শিলং ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ
১১ নভেম্বর - কনকদাসা জয়ন্তী / ওয়াংলা উৎসব - ব্যাঙ্গালোর এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ
১২ নভেম্বর - শনিবার (মাসের ২য় শনিবার)
১৩ নভেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)
২০ নভেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৩ নভেম্বর - সেং কুতসানেম- শিলং-এ ব্যাঙ্ক বন্ধ
২৬ নভেম্বর - শনিবার (মাসের চতুর্থ শনিবার)
২৭ নভেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)
Bank Holidays November 2022: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx - এ যেতে পারেন।
Bank Holidays List in 2022 : Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
আরও পড়ুন : SBI Business Idea: মাসে রোজগার ৮০,০০০ টাকা, স্টেট ব্যাঙ্কের সঙ্গে শুরু করুন ব্যবসা