Happy Womens Day 2021 Wishes: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের শুভেচ্ছা রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর
দেশে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ সরকারের কাছে সম্মানের বিষয়। প্রধানমন্ত্রীর ট্যুইট, আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অদম্য নারীশক্তিকে কুর্ণিশ। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আরও সম্প্রসারিত করতে কাজের সুযোগ আমাদের সরকারের কাছে সম্মানের বিষয়।
নয়াদিল্লি ও কলকাতা: আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষ্যে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমস্ত সহ নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন ক্ষেত্রেই আমাদের দেশের মহিলারা নজির গড়ছেন, কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। নারী ও পুরুষের ভেদাভেদ ও লিঙ্গ সমতার আদর্শ প্রসারের সংকল্পে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সাফল্য নিয়ে দেশ গর্বিত। দেশে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ সরকারের কাছে সম্মানের বিষয়।
প্রধানমন্ত্রীর ট্যুইট, আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অদম্য নারীশক্তিকে কুর্ণিশ। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আরও সম্প্রসারিত করতে কাজের সুযোগ আমাদের সরকারের কাছে সম্মানের বিষয়।
প্রধানমন্ত্রী মাঝেমধ্যেই নিখরচায় রান্নার গ্যাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, শৌচাগার নির্মাণের মতো কর্মসূচীর প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন যে, এই কর্মসূচীগুলির মূল বিষয়ই হল মহিলাদের ক্ষমতায়ন।
আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। দুপুর ৩টেয় মিছিল শুরু হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটতে পারেন তারকারাও।