HP Landslide Update: হিমাচলে ভয়াবহ ভূমিধস, সেতু ভেঙে মৃত্যু ৯ পর্যটকের
পুলিশ সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ আধিকারিকরা।
![HP Landslide Update: হিমাচলে ভয়াবহ ভূমিধস, সেতু ভেঙে মৃত্যু ৯ পর্যটকের Himachal Pradesh: Boulders roll downhill for landslide in Kinnaur district resulting bridge collapse HP Landslide Update: হিমাচলে ভয়াবহ ভূমিধস, সেতু ভেঙে মৃত্যু ৯ পর্যটকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/25/be40914e1171cd2b06d2d908c5a4aee7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিমলা: আবারও প্রকৃতির ভয়াল রূপের সাক্ষী। হিমাচলে প্রদেশের কিন্নরে ভয়াবহ ভূমিধস। সাংলা উপত্যকার বিস্তীর্ণ এলাকা কার্যত তছনছ হয়ে গিয়েছে। রবিবার ভয়াবহ এই ধসে মৃত্যু হয়েছে প্রায় ন-জন পর্যটকের। পাশাপাশি ধসের কারণে আহত হয়েছেন আরও অনেকেই। পুলিশ সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ আধিকারিকরা।
রবিবারের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্ভাবত স্থানীয় হোটেল থেকেই কোনও পর্যটক ভিডিওটি করেছেন। ভাইরাল হওয়া সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, কার্যত ধুলোর ঝড় উড়িয়ে উঁচু পাহাড়ের উপর থেকে তীব্র গতিতে গড়িয়ে পড়ছে অসংখ্য বড় বড় বোল্ডার। সঙ্গে কান ফাটানো শব্দ! ধেয়ে আসা পাথরগুলি আছড়ে পড়ছে রাস্তায়, লোহার সেতুর ওপর। এর পর সেতুর পাশে থাকা গাড়িগুলিতেও ধাক্কা মারে বোল্ডারগুলি। বোল্ডারের ভারে সেতুটি ভেঙে বেশকিছু অংশ নদীর জলের মধ্যে ডুবে গিয়েছে। ভিডিও-তে আরও দেখা গিয়েছে আশেপাশে থাকা পর্যটকরা আর্তনাদ করছেন এবং ভয়ে পালিয়ে যাচ্ছেন ওই জায়গা ছেড়ে।
#WATCH | Himachal Pradesh: Boulders roll downhill due to landslide in Kinnaur district resulting in bridge collapse; vehicles damaged pic.twitter.com/AfBvRgSxn0
— ANI (@ANI) July 25, 2021
উল্লেখ্য, কিন্নরের ঘটনায় শোকপ্রকাশ করেছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। মৃত ও আহতদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। জানা গিয়েছে, ভূমিধসের পরে ঘটনাস্থলে পৌঁছে যান চিকিৎসকদের একটি দল। রয়েছে পুলিশও। বেশকিছুদিন ধরেই টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হিমাচল। আগামী কয়েক দিন হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সেই পূর্বাভাস মেনে সতর্কতাও জারি করে প্রশাসন। বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আইএমডি জানিয়েছে দিল্লি, উত্তর প্রদেশের পশ্চিম অংশ, পঞ্জাব, হরিয়ানা আর রাজস্থানের কিছু এলাকায় পরিস্থিতি উন্নতি হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)