Hurun Global Rich List 2021 অতিমারীর বছরে ভারত পেয়েছে ৪০ নতুন বিলিয়নেয়ার
Hurun Global Rich List 2021 সংখ্যার বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের ঠিক পরই স্থান ভারতের
নয়াদিল্লি: অতিমারীর সময়ে গত বছর ভারতে বিলিয়নেয়ার লিস্টে নাম উঠেছে ৪০ জনের। এর ফলে ভারতে মোট বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়াল ১৭৭। সংখ্যার বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের ঠিক পরই স্থান ভারতের। এমনই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে "হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২১" তালিকায়।
ভারতের বাইরে, এই তালিকার সেরা দশের নতুন মুখ হলেন এলন মাস্ক, ঝং শ্যানশ্যান ও বারত্রঁ পুয়ে। ভারতীয়দের মধ্যে সেরা দশে একমাত্র জায়গা পেয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রজ চেয়ারম্যান মুকেশ অম্বানি। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় তিনি অষ্টম স্থানে রয়েছেন। গত এক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারতে অধিকাংশ বিলিয়নেয়ার থাকেন মুম্বইতে। ৬১ জন থাকেন বাণিজ্যনগরীতে। রাজধানী দিল্লিতে থাকেন ৪০ জন। বেঙ্গালুরুতে থাকেন ২২ জন। ভারতে বিলিয়নেয়ারদের গড় বয়স ৬৬। এছাড়া, ভারতীয় বংশোদ্ভূত আরও ৩২ জন বিলিয়নেয়ার রয়েছেন, যাঁরা অন্যদেশে বসবাস করেন। উদাহরণ স্বরূপ- লন্ডনের আর্সেলর-মিত্তলের কর্ণধার এলএন মিত্তল।
১৭৭ জনের মধ্যে গত এক বছরে ১৫০ জনের সম্পত্তির পরিমাণ বেড়েছে। ১৬ জনের কমেছে। ১২ জনের সমান থেকেছে। ১০ জন তালিকা থেকে ছিটকে গিয়েছেন।
অম্বানি ছাড়াও এই তালিকায় যে ভারতীয় জায়গা পেয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল --
গৌতম আদানি - বয়স ৫৮। গত এক বছরে তাঁর মোট সম্পত্তি প্রায় দ্বিগুণ হয়ে ৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
শিব নদর - বয়স ৭৫। তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ২৭ বিলিয়নে পৌঁছেছে।
কুমার মঙ্গলম বিড়লা - বয়স ৫৩। আদিত্য বিড়লা গোষ্ঠীর প্রধান। গত এক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ ৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.২ বিলিয়ন মার্কিন ডলার।
নারায়ণমূর্তি - বয়স ৭৪। তাঁর সম্পত্তি ৩৫ শতাংশ বেড়ে হয়েছে ৩.১ বিলিয়ন মার্কিন ডলার।
পঙ্কজ মুঞ্জল - বয়স ৫৮। হিরো সাইকেল সংস্থার কর্ণধারের সম্পত্তির পরিমাণ ১.২ বিলিয়ন মার্কিন ডলার।