Watch: Hyderabad Zoo Video : এনক্লোজারের পরিখা দিয়ে হাঁটছিলেন, একটু দূরেই পশুরাজ, তারপর যা ঘটল ...
Hyderabad Zoo Video : আফ্রিকান সিংহের এনক্লোজারের পরিখা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। আর একটু হলেই নয় তিনি ঢুকে পড়তেন পশুরাজের অঞ্চলে
হায়দরাবাদ: নিজামের শহরের পশুশালা , জওহরলাল নেহরু জুলজিক্যাল পার্কে ( Nehru Zoological Park ) ঘটে গেল এক চমকে দেওয়া ঘটনা। আফ্রিকান সিংহের এনক্লোজারের পরিখা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। আর একটু হলেই নয় তিনি ঢুকে পড়তেন পশুরাজের অঞ্চলে। অথবা পড়ে যেতেন তার মধ্যে। কিন্তু দুর্ঘটনা ঘটা কিছু আগেই ওই ব্যক্তি নজরে পড়ে যান ওই পার্কের এক কর্মীর। তিনিই ধরে পেলেন ওই ব্যক্তিকে । আর তুলে দেন পুলিশের হাতে। সেই ব্যক্তি এখন বাহাদূরপুরা পুলিশের হেফাজতে।
#WATCH | Telangana: A 31-year-old man who went close to an African lion moat area at Nehru Zoological Park in Hyderabad was rescued by the zoo authorities and handed over to police earlier today pic.twitter.com/Xo4G7gL7pN
— ANI (@ANI) November 23, 2021
হায়দরাবাদে এই প্রথম নয়। এর আগে ২০২১ সালের মার্চেই এমনই একটি ঘটনা ঘটে কলকাতার চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানায় সিংহের আক্রমণে আহত হন ১ ব্যক্তি। এনক্লোজার টপকে খাঁচার মধ্যে ঢুকে পড়েছিলেন তিনি। তাঁর শরীরে সিংহ আঁচড়েও দেয়। কিন্তু ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। আহত ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই ব্যক্তির নাম গৌতম গুছাইত। তিনি পটাশপুরের বাসিন্দা। জানা যায়, টিকিট কেটে সাধুর বেশে চিড়িয়াখানায় ঢোকেন ওই ব্যক্তি। সিংহের থাবায় ওই ব্যক্তির পা ভেঙে যায়। আঘাত ছিল মাথাতেও। আহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেও শোনা যায়। ২০ বছর আগে আলিপুর চিড়িয়াখানায় বাঘের গলায় মালা পরাতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই স্মৃতি এখনও কলকাতাবাসীর মনে টাটকা।