IAS Athar Amir Khan Marriage: ফের বিয়ের পিঁড়িতে আমির, পাত্রী কে?
Viral News: ইতিমধ্যেই বাগদানের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নয়াদিল্লি: ফের বিয়ের পিঁড়িতে আমির। ইনি আইএএস আতহার আমির খান (Athar Amir Khan)। আর এক আইএএস অফিসার টিনা ডাবির প্রাক্তন স্বামী আমির বিয়ে করতে চলেছেন এক চিকিৎসককে। আমিরের বাগদত্তা চিকিৎসক মেহরিন কাজি (Mehreen Qazi) নিজেই সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন। বেশ কিছুদিন আগেই বিয়ে করেছেন আমিরের প্রাক্তন স্ত্রী টিনা ডাবিও।
হয়েছে বাগদান:
সম্প্রতি বাগদত্তা মেহরিনের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন আমির খান। সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন মেহরিন কাজি।
View this post on Instagram
View this post on Instagram
২০১৫ সালের ইউপিএসসিতে (UPSC) দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন আতহার আমির খান। প্রথম স্থানাধিকারী ছিলেন টিনা ডাবি (Tina Dabi)। প্রশিক্ষণ নেওয়ার সময় দুজনে পরিচয় হয়। তারপরে ২০১৮ সালের এপ্রিলে বিয়ে করেছিলেন আতহার আমির খান ও টিনা ডাবি। সেই বিয়ের খবর সাড়া ফেলেছিল নেট দুনিয়ায়। যদিও কিছুদিন পর ওই বিয়ে ভেঙে যায়। ২০২১ সালের অগস্টে তাঁদের ডিভোর্স হয়ে যায়।
চলতি বছরের এপ্রিলে ফের বিয়ের পিঁড়িতে বসেছিলেন টিনা ডাবি, বিয়ে করেছেন ২০১৩ সালের ব্যাচের আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডে-কে। এবার শোনা গেল আতহার আমির খানের বিয়ের খবরও।
আরও পড়ুন: সেতু ভেঙে বিপত্তি, রেকর্ড সময়ে জোড়া সেতু তৈরি সেনার






















