Corona Cases India: করোনায় দেশে ফের বাড়ল মৃত্যু, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার
এখনও উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। মৃত্যুও বাড়ল পাল্লা দিয়ে। যা নিয়ে ফের উদ্বেগ বৃদ্ধি হয়েছে দেশে।
নয়াদিল্লি: দেশে এখনও উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। মৃত্যুও বাড়ল পাল্লা দিয়ে। যা নিয়ে ফের উদ্বেগ বৃদ্ধি হয়েছে দেশে। একদিনে করোনা কোপে প্রাণ হারানোর সংখ্যা প্রায় ৬০০ ছুঁইছুঁই। একদিনে একশ জনের কাছাকাছি মৃত্যু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৮৫ জনের।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭। করোনাকে জয় করে ৪২ হাজার ২৯৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লক্ষ ২ হাজার ২৪৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিল ৪১ হাজার ১৯৫ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছিল ৪৯০ জনের। করোনাকে জয় করে ৩৯ হাজার ৬৯ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছিল। এদিন অবশ্য সুস্থতার সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাজ্যে অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা ও মৃত্যু হার। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭। যার ফলে ২ দিনে প্রায় ১০০ বাড়ল দৈনিক সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় ৮৮ জন, কলকাতায় ৭৭ জন ও দার্জিলিংয়ে ৭৪ জন আক্রান্তের খোঁজ মিলেছে।
অন্যদিকে, রাজ্যের এই সংক্রমণের ঊর্ধ্বগতির জেরে লোকাল ট্রেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে জারি থাকবে বিধি-নিষেধও। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকাল ট্রেন চালু হয়ে গেলে পুনরায় রাজ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে, তাই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
মমতা বলেন, "তৃতীয় ঢেউ দেখে নিয়ে লোকাল ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা কলকাতা আসতে চান, তাঁদের অসুবিধা হচ্ছে জানি। বাস-মেট্রো চালু করে দেওয়া হয়েছে। কিন্তু, সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ আসার কথা রয়েছে, তাই আমাদের এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। লোকাল ট্রেনে আসতে পারছেন না বলে অনেকের অসুবিধা হচ্ছে জানি। কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু তো নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে।"